সারাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা পটুয়াখালীর দুমকী উপজেলা

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২
উপজেলা নির্বাহী অফিসার-(ইউএনও) আবুজর মো. ইজাজুল । ছবি : বাসস

পটুয়াখালী, ১১ আগস্ট ২০২৫ (বাসস): দেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনকে টপকিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সবার শীর্ষে রয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীর দুমকী উপজেলা। পরপর দুই মাস (মে ও জুন) এক নম্বরে থাকার কৃতিত্ব অর্জন করায় দুমকীর উপজেলা নির্বাহী অফিসার-(ইউএনও) আবুজর মো. ইজাজুলের সাফল্যের পালকে যোগ হয়েছে বর্ষসেরার মুকুট।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন), ক্যাবিনেট ডিভিশন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ফলাফলে দেখা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সমন্বিত হারে দুমকী উপজেলাটির অর্জন ১১৮.৫৬ শতাংশ, যা বছরের সেরা পারফরম্যান্স। দ্বিতীয় স্থানে রয়েছে দিনাজপুরের বিরল উপজেলা, যার সমন্বিত অর্জন ১১৬.৫২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা, অর্জন ১১৫.১১ শতাংশ।

অন্যদিকে দুমকী উপজেলার পর এ বছর ৯১.০৫ শতাংশ কাজ করে প্রথম স্থানে রয়েছে মেহেরপুর জেলা। ৮৭.৮৮ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা ও ৮৪.৩৪ শতাংশ কাজ করে তৃতীয় হয়েছে মাগুরা জেলা।

তথ্য মতে, মৃত্যু নিবন্ধনে শতভাগ বা তার বেশি অর্জন করেছে ৯টি উপজেলা। উপজেলাগুলো হলো; মির্জাগঞ্জ, দুমকী, গলাচিপা, বিরল, ধর্মপাশা, রাজারহাট, শ্রীপুর, পটুয়াখালী সদর ও গাংনী। এর মধ্যে দুমকী উপজেলায় মৃত্যু নিবন্ধনের হার ১৪১.৬৬ শতাংশ এবং জন্ম নিবন্ধনের হার ৯৫.৪৬ শতাংশ।

জন্ম নিবন্ধনে শতভাগ বা তার বেশি অর্জন করেছে ২৩টি উপজেলা। এর মধ্যে রয়েছে বাঁশখালী, তারাগঞ্জ, সীতাকুণ্ড, মীরসরাই, পীরগঞ্জ, রংপুর সদর, বিরল, রাঙ্গুনিয়া, জুড়ি, বোদা, ঝিনাইগাতি, গঙ্গাচড়া, কর্ণফুলী, ধর্মপাশা, সাতকানিয়া, দক্ষিণ সুনামগঞ্জ, রামগঞ্জ, বড়লেখা, পীরগাছা, তেঁতুলিয়া, তাহিরপুর, সন্দীপ ও কুমিল্লা সদর দক্ষিণ।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বাসসকে বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলার অন্য সদস্যদের মধ্যে আমি একজন টিম লিডার। বর্ষসেরা হওয়াটা অবশ্যই দারুণ আনন্দের এবং অনেক খুশির। এই কৃতিত্ব আমার একার নয়। এটা দুমকীবাসীর সাফল্য। পটুয়াখালীর জেলা প্রশাসক স্যার ও ডিডিএলজি স্যারকে অসংখ্য ধন্যবাদ। তাদের নির্দেশনা ও অনুপ্রেরণায় এটা সম্ভব হয়েছে।’

তিনি বলেন,‘এ নিবন্ধন কার্যক্রমে অবশ্যই আমার টিম মেম্বাররা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। কৃতজ্ঞতা দুমকী উপজেলার গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান ও সদস্যদের প্রতি। তাদের কঠোর পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় এ সফলতা এসেছে।’

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বাসসকে বলেন, ‘এই অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য আমি দুমকী উপজেলার নির্বাহী অফিসারসহ জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। একইসাথে দুমকীবাসীকেও আমি অভিনন্দন জানাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন
খাগড়াছড়িতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
বগুড়ায় দুই ট্রাকার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
সাংবাদিককে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে সমাবেশ
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ার বিরুদ্ধে 'প্রতিশোধের' হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর
ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
নবজাতকের চিকিৎসায় অবহেলার অভিযোগে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল
নির্বাচনে ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০