মানিকগঞ্জ, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) আমিনুর রহমান বিশ্বাস সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে মানিকগঞ্জের রমনপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ গ্রেফতারের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আজ (বৃহস্পতিবার) আমিনুর রহমান সেলিমকে আদালতে হাজির করা হবে।