চাঁদাবাজদের উৎপাত বন্ধে চট্টগ্রামের ডিসিকে চিঠি

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৪:২৮
চট্টগ্রামে কর্ণফুলী নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম (দক্ষিণ), ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানের বাল্কহেড ড্রেজার জিম্মি করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। 

এ চাঁদাবাজি বন্ধে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন রাঙ্গুনিয়ার পোমরা মৌজার কর্ণফুলী নদীর বালু অপসারণের কার্যাদেশ পাওয়া আহমদ মোস্তফা। রোববার জেলা প্রশাসন কার্যালয়ে এ চিঠি দেওয়া হয়।

আহমদ মোস্তফা চিঠিতে জানান, গত ৩ জুলাই কর্ণফুলী নদীর পানি স্বাভাবিক রাখার স্বার্থে নদী থেকে বালু বা মাটি অপসারণের কার্যাদেশ পেয়েছেন তিনি। এরপর থেকে রাঙ্গুনিয়ার পোমরা মৌজার কর্ণফুলী নদী এলাকা থেকে বালু ড্রেজিং এর মাধ্যমে অপসারণ করছিলেন।

সম্প্রতি কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া থেকে বালু উত্তোলন করে যাতায়াতের সময় বিভিন্ন পয়েন্টে সশস্ত্র সন্ত্রাসীরা বাল্কহেড ড্রেজারের মাঝিদের কাছে নির্দিষ্ট অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের মারধর করে মোবাইল ও নৌকার বিভিন্ন সরঞ্জাম কেড়ে নেয়। এছাড়া বাল্কহেড ড্রেজারগুলো ডুবিয়ে দিচ্ছে সন্ত্রাসীরা।

বর্তমানে সন্ত্রাসীদের উৎপাতে নদী থেকে বালু অপসারণ কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে বালু অপসারণে জড়িত মালিক ও শ্রমিকরা  নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কর্ণফুলী নদী ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে নৌ-পুলিশ ও কোস্টগার্ড নিয়োজিত করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন আহমদ মোস্তফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি হুমায়ুন কারাগারে
দেশের সব উপজেলায় সাপে কামড়ের ভ্যাকসিন সরবরাহে হাইকোর্টের নির্দেশ
আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
যুক্তরাষ্ট্র সমর্থিত করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
এশিয়া কাপে খেলতে চান বুমরাহ ও সূর্য
বগুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
নড়াইলে বছরে উদ্বৃত্ত দুইহাজার মেট্রিক টন মাছ
সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
মৌসুমের প্রথম ম্যাচেই এ্যাথলেটিকোর হোঁচট
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত
১০