বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে হবে : আসাদুল হাবিব দুলু

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আজ রোববার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজীর ছওড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কথা বলেন। ছবি : বাসস

লালমনিরহাট, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, এটি আমাদের অর্থনীতি ও জীববৈচিত্র্যৈর জন্যও অপরিহার্য।

আজ রোববার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজীর ছওড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এসময় সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, একটি গাছ একটি জীবনের সমান মূল্যবান। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, জেলা পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চেতনা গড়ে তোলা এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচি নেয়া হয়েছে। এসময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
সাভারে বিএনপির পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালিত
ইতিহাস ও সংস্কৃতি ছাড়া জাতি দুর্বল হয়ে পড়ে : ফারুকী
জামায়াত আমীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সময় টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নিন্দা
সিলেটে দেড় হাজার বোতল ভারতীয় মদ জব্দ
ঢাবি উপাচার্যের ভোট কেন্দ্র পরিদর্শন
উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-ব্রাজিল ঘনিষ্ঠভাবে কাজ করবে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশকে উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ড. সালেহউদ্দিন
১০