ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শিক্ষার্থীদের টিকটক করতে বাধ্য করায় শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিতের বিষয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্টার হালিমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সঠিক নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা অলক কুমার দাস।
আজ রোববার তিনি বাসস’কে এ তথ্য জানান।
এর আগে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের স্মারক নং- বিএনএমসি/প্রশা-০১/২০২৫-৯১৪ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৫ এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টুডেন্টদের টিকটক করতে বাধ্য করায় শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে তারা জানান, বিজ্ঞপ্তিটি সঠিক নয়।
বাসস এমন অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।