ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ভোলায় অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। এসময় আট জেলেকেও আটক করা হয়।
বৃহস্পতিবার দুলারহাট থানার শুকনাখালী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানান।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযানটি পরিচালনা করে।
অভিযানে শুকনাখালী সংলগ্ন এলাকা থেকে দু’টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও পাঁচ পিস বেহুন্দি জালসহ আট জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দ করা ট্রলার ও জাল এবং আটক জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।