এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না : ইসি সচিব

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের ১১৫টা প্রতীকের যে তালিকা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে, সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?

ইসি সচিব বলেন, ‘প্রতীকের যে তালিকা সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ওনাদেরকেই (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। সেটা জন্য অপেক্ষা করতে হবে বা সেটা আমরা জানাবো। ওনারা (এনসিপি) এটাকে জানেন যে এটা (শাপলা) নেই। এখন নিষ্পত্তিত হবে দুইজনের সম্মতিতে। আমরা আশা করছি যে, একটা সম্মতি ওনাদেরই বলতে হবে।’

এরআগে গতকাল সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, আমরা সিইসির সঙ্গে নিবন্ধন, প্রতীক এবং প্রবাসী ভোটের বিষয়ে আলোচনা করেছি। এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি বলেন, আমরা শাপলাতেই আছি, এনসিপি কনফার্ম শাপলাতেই থাকবে।

তিনি আরো বলেন, প্রতীকের বিষয়ে আমরা বলেছি, আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা। আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি, তা থেকে সরছি না। তিনি বলেন, এনসিপির নিববন্ধন যে প্রতীকে হবে সেটা অবশ্যই শাপলা, সাদা শাপলা আথবা লাল শাপলা- এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। যদি করা হয় তা হলে আমরা আবার আপনাদের সামনে আসব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সার্ক অঞ্চলে কৃষি ও বনায়ন সমন্বয়ে এগ্রোফরেস্ট্রি সম্প্রসারণের আহ্বান
রাশিয়া এ বছর তিনবার আকাশসীমা লঙ্ঘন করেছে : নরওয়ে 
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, মস্কোতে পাল্টা হামলা
সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেফতার
ঝিনাইদহে ১০১টি মন্দির ও পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানো হচ্ছে 
রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৭ 
সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ
নীলফামারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
খেলনা শিল্প জোরদার করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান
এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আসতে পারে : ডিজি স্বাস্থ্য শিক্ষা
১০