সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৮
ফাইল ছবি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হবার দ্বারপ্রান্তে রয়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর মাত্র ১ উইকেট শিকার করলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন ফিজ। 

বর্তমানে সাকিব ১২৯ ম্যাচে এবং মুস্তাফিজ ১১৭ ম্যাচে সমান ১৪৯টি করে উইকেট শিকার করেছেন। 

আগামীকাল দুবাইয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে ১ উইকেট পেলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন মুস্তাফিজ। 

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ৪৫৯ রান দিয়ে ৮ উইকেট রয়েছে মুস্তাফিজের। 

২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় মুস্তাফিজের। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেন তিনি। 

এরপর বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছেন মুস্তাফিজ। সম্প্রতি বল হাতেও দারুণ ছন্দে আছেন ফিজ। এশিয়া কাপে সর্বশেষ দুই ম্যাচে ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেছেন তিনি। 

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে এবং সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজ।

সাকিবকে সরিয়ে বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করবেন মুস্তাফিজ। এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সোদি (১৫০ উইকেট) টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি উইকেট শিকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মারা গেলেন কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড
ভারত ম্যাচের আগে লিটনের ইনজুরি শঙ্কা
নৌবাহিনীর অভিযানে মহেশখালীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজন আটক
দুর্গাপূজায় উদ্দেশ্যপ্রণোদিত বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে সতর্ক থাকতে হবে : ধর্ম উপদেষ্টা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়                  
দুর্গাপূজা উপলক্ষে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ
পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড পরিষেবা সহজ করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার ধুম, শঙ্খ-শাঁখার চাহিদা বেশি
১০