রাজধানীতে আওয়ামী লীগের আরও ১৩ নেতা-কর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এ সব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫), সূত্রাপুর থানা ৪৪ নম্বর ওয়ার্ড বেগমগঞ্জ ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমিনুল হক ফয়সাল (৪৫), নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪), আওয়ামী লীগের কর্মী মো. রিপন (৩৮), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭),  বরগুনা জেলা আমতলী উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুল ইসলাম (৩৪), বরগুনা জেলা আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুসরাত জাহান লিমা (৪৬), ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯), মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭) ও তিতুমীর কলেজ শাখার সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া এ বছর তিনবার আকাশসীমা লঙ্ঘন করেছে : নরওয়ে 
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, মস্কোতে পাল্টা হামলা
সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেফতার
ঝিনাইদহে ১০১টি মন্দির ও পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানো হচ্ছে 
রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৭ 
সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ
নীলফামারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
খেলনা শিল্প জোরদার করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান
এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আসতে পারে : ডিজি স্বাস্থ্য শিক্ষা
পায়রা বন্দরের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
১০