কুমিল্লায় নবাব ফয়জুন্নেসার ১২২তম মৃত্যুবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২
কুমিল্লায় নবাব ফয়জুন্নেসার ১২২তম মৃত্যুবার্ষিকী পালিত। ছবি: বাসস

কুমিল্লা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর ১২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নারী জাগরণের অগ্রদূত এ মহীয়সী নারী ছিলেন বাংলার প্রথম নারী নবাব।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এ মহীয়সী নারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। সভাপতিত্ব করেন কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। 

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন অতিরিক্ত সচিব ড. রওশন আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, বাঙলার নারী জাগরণে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর অসামান্য অবদান রয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠার সময় ফয়জুন্নেসা চৌধুরানী বড় আর্থিক অনুদান প্রদান করেন যা এ অঞ্চলের শিক্ষা প্রসারে এখনো অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান প্রজন্মকে ফয়জুন্নেসা চৌধুরানীর ইতিহাস সম্পর্কে বেশি বেশি জানাতে হবে।

ফয়জুন্নেসা চৌধুরানী ১৮৩৪ সালে কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া এ বছর তিনবার আকাশসীমা লঙ্ঘন করেছে : নরওয়ে 
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, মস্কোতে পাল্টা হামলা
সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেফতার
ঝিনাইদহে ১০১টি মন্দির ও পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানো হচ্ছে 
রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৭ 
সাকিবকে টপকে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজ
নীলফামারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
খেলনা শিল্প জোরদার করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান
এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আসতে পারে : ডিজি স্বাস্থ্য শিক্ষা
পায়রা বন্দরের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
১০