ভারতে এক নারীকে তুলে নেওয়ার ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): প্রকাশ্যে নারীকে তুলে নিয়ে যাওয়ার ভারতের ঘটনা বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, প্রকাশ্যে নারীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের।

অন্তর্বর্তী সরকারের আমলে সম্প্রতি ধর্ষণের জন্য নাচের ক্লাস থেকে প্রকাশ্যে এক নারীকে অপহরণ করা হয়েছে— এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ঘটনাটি বাংলাদেশের নয় বরং ভারতের মধ্যপ্রদেশের। প্রকৃতপক্ষে, বিয়ের বিবাদের জেরে ভারতের মধ্যপ্রদেশের মান্দসৌরে গরবা অনুশীলন করার সময় এক নারীকে তার পরিবার অপহরণ করে। এটি সেই ঘটনার দৃশ্য। অনুসন্ধানে ভিডিওটিতে থাকা দৈনিক পত্রিকা ‘যায়যায়দিন’-এর ফেসবুক পেজে গত ২২ সেপ্টেম্বর ‘নাচের ক্লাস থেকে প্রকাশ্যে অপহরণ, নেপথ্যে পরকিয়া!’ শিরোনামে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তবে, ঘটনাটি কোন জায়গার এবং কোন সময়ের তা উল্লেখ করেনি যায়যায়দিন।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। গণমাধ্যমটির ওয়েবসাইটে ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এছাড়াও, ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকেও ঘটনাটি ভারতের বলে জানা যায়।

বাংলাফ্যাক্ট জানায়, যায়যায়দিন তাদের ফেসবুক পেজে ভারতের ঘটনার ভিডিওটি কোন দেশের তা উল্লেখ না করে প্রচার করে। যার ফলে বিভ্রান্তি তৈরি হয় এবং নেটিজেনরা ঘটনাটিকে বাংলাদেশের দাবি করে প্রচার করতে শুরু করে।

আলোচিত দাবিটি মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আফগানিস্তানের বিপক্ষে রাজশাহী ও বগুড়াতে খেলবে বাংলাদেশের যুবারা
আরও আট দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে
রাকসু নির্বাচন : ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে তিনদিন সভা-সমাবেশ নিষিদ্ধ
চট্টগ্রামে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, গ্রেফতার ১
আগামী সংসদ নির্বাচনে এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে : সারজিস আলম
মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় ভেনেজুয়েলা নরওয়েতে দূতাবাস বন্ধ করে দিয়েছে 
২৫ মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
ডিআর কঙ্গো ও এম ২৩ শান্তিচুক্তি বাস্তবায়নে সমঝোতায় পৌঁছেছে : কাতার
বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার
১০