খাগড়াছড়ির দাবিতে ভাইরাল ভিডিও ভিন্ন ঘটনার: ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ আপডেট: : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১
ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খাগড়াছড়ির ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিও ভিন্ন ঘটনার বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করা স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ (যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ-সিকিউএস দ্বারা পরিচালিত) এ তথ্য জানিয়েছে।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি খাগড়াছড়িতে ঘটে যাওয়া সহিংস পরিস্থিতির প্রেক্ষিতে ফেসবুকে দুটি ভিডিও ভাইরাল হয়। 

একটির ক্যাপশনে বলা হয়, এটি খাগড়াছড়ি মহাজন পাড়ার রাতের দৃশ্য। অন্যটির ক্যাপশনে দাবি করা হয়, পাহাড়ে অবস্থানকারী ‘উপজাতিরা’ খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে।

তবে অনুসন্ধানে ফ্যাক্টওয়াচ নিশ্চিত করে, প্রথম ভিডিওটি গত মাসে ইন্দোনেশিয়ার আন্দোলনের সময় ধারণ করা। আর দ্বিতীয়টি দিনাজপুরের একটি বিনোদন পার্কে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার।

উল্লেখ্য, সম্প্রতি খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের মধ্যে সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই পুরোনো ভিডিওগুলো নতুন ক্যাপশন দিয়ে ছড়িয়ে  অপপ্রপচার চালানো হচ্ছে।

ফ্যাক্টওয়াচ বলছে, সাম্প্রতিক সময়ে ভুয়া ভিডিও ও অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এগুলো চিহ্নিত করে সত্য তুলে ধরা ও গুজব প্রতিরোধে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
নোট অব ডিসেন্টসহ জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি : সেলিমা রহমান
হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য  
১০