ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খাগড়াছড়িতে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে বিজিবির ওপর হামলার পুরোনো ছবি প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। এটি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিজিবির ওপর হামলার ছবিটি ২০২৩ সালের। ওই বছর ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ টাকাসহ আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। ছড়িয়ে পড়া ছবিটি সেই ঘটনার।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘দৈনিক তবলছড়ি নিউজ’ নামের একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর ‘খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে বিজিবির ওপর হামলা’ ক্যাপশনে ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম ‘জাগোনিউজ২৪.কম’-এর ওয়েবসাইটে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ‘বিজিবির গাড়িতে হামলা করে আসামি ছিনতাই’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ফিচার ইমেজের একটির সঙ্গে আলোচিত ছবির মিল পাওয়া যায়।
ওই প্রতিবেদনে বলা যায়, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ টাকাসহ আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। সেসময় একাধিক সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকে একই তথ্য জানা যায়।
খাগড়াছড়িতে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে বিজিবির ওপর হামলার পুরোনো ছবি প্রচার করা হয়েছে। এটিকে বিভ্রান্তিকর অপচেষ্টা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।