ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর ছয় সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)’র ড. কামরুজ্জামান কায়সারকে আহ্বায়ক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)’র শাহাদত হোসেন বিপ্লবকে সদস্য সচিব করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন বাকৃবির শাহাদত হোসেন চঞ্চল ও ড. শফিকুল ইসলাম শফিক এবং শেকৃবির অধ্যাপক আবুল বাশার।
এছাড়া সদস্য (দপ্তর) হয়েছেন শেকৃবির অধ্যাপক জমশেদ আলম।
নতুন এই আংশিক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।