তিতাস গ্যাসের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৮:৫৬

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ আয়েজ উদ্দিন এবং তার স্ত্রী শাহানা বিলকিসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। ২০২১ সালের ৬ ডিসেম্বর মামলাটি দায়ের করেন দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক, বর্তমানে কমিশনের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান।

মামলাটি দায়ের করা হয় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারার আওতায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

তদন্তে দেখা যায়, আসামি শাহানা বিলকিস তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৪০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তদন্তকালে একই পরিমাণ সম্পদ তার নামে পাওয়া যায় এবং পারিবারিক ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৬৪০ টাকা।

অন্যদিকে, বৈধ উৎস থেকে তার মোট আয় পাওয়া যায় মাত্র ১৮ লাখ ২০ হাজার ৫৪০ টাকা। ফলে তার নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৮ লাখ ৪১ হাজার ১০০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

দুদকের তদন্তে আরও উঠে আসে, এই সম্পদ প্রকৃতপক্ষে সৈয়দ আয়েজ উদ্দিন তিতাস গ্যাসে চাকরিরত অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করেন এবং তা গোপন করার উদ্দেশ্যে স্ত্রীর নামে বিনিয়োগ করেন।

ফলে দুদক আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় উভয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে কমিশন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের বিরুদ্ধে দুদকের চার্জশিট 
ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প: ৫ মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে এমওইউ স্বাক্ষর করবে বিদ্যুৎ বিভাগ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল-সমাবেশ
বাকৃবিতে বেগম খালেদা জিয়া হলের উদ্বোধন
বৈশ্বিক ডিসপ্লে বাজারে স্থবিরতা, চলতি বছর কমতে পারে আয় 
প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই : মির্জা ফখরুল
নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না: সারজিস আলম
দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান
১০