জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে : আজিজুল বারী হেলাল

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৮
বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ফাইল ছবি

খুলনা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসনের ‘ধানের শীষ’-এর প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে। রূপসাকে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত করতে পারবে না।

গতকাল রোববার সন্ধ্যায় রূপসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল এসব কথা বলেন।

খেলাধুলা মন প্রফুল্ল রাখে এবং শরীর সুস্থ রাখে উল্লেখ করে হেলাল বলেন, রূপসায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ আমার স্বপ্ন। এই অঞ্চল থেকে অনেক জাতীয় ক্রীড়াবিদ উঠে এসেছেন, আমরা সেই হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করব।

এ সময় খেলায় বিজয়ী এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পরে স্থানীয় পদ্মবিলা পানি নিষ্কাশন সমিতির সদস্যদের সঙ্গে এক নির্বাচনি সভায় হেলাল বলেন, রূপসা, তেরখাদা এবং দিঘালিয়ার বাসিন্দারা নিরাপদ পানীয় জলের অভাবে পড়ছেন। ভূগর্ভস্থ পানির ঘাটতি মোকাবিলায় নিরাপদ ও পরিশোধিত পানির সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। বিশুদ্ধ পানি সরবরাহ করলে রোগ হ্রাস পাবে এবং জনস্বাস্থ্যের উন্নতি হবে।

বিএনপিকে একটি জনমুখী দল দাবি করে তিনি বলেন, তাদের মূল অঙ্গীকার হলো— জনকল্যাণের জন্য কাজ করা। ধানের শীষের পক্ষে ভোট দিন, এক সঙ্গে আমরা একটি উন্নত দেশ ও অঞ্চল গড়ে তুলব।

আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের জেলা আহ্বায়ক আরিফুর রহমান আরিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপি নেতা মোল্লা সাইফুর রহমান সাইফ, শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রানু ও কৃষক দলের সদস্য সচিব আবু সাইদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীদের সুরক্ষা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজ: সমাজকল্যাণ উপদেষ্টা 
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য উপদেষ্টা
ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত
ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল ২৪
নেত্রকোণায় এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালিত
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জলাভুমি ও জীববৈচিত্র উন্নয়নে ৪৪ কোটি টাকা বরাদ্দ 
বগুড়ায় অর্থ সহায়তা দিল আমরা বিএনপি পরিবার
কচুর লতি আর পেঁপে চাষে ভাগ্য বদলেছেন বরিশালের কৃষি উদ্যোক্তা বিকাশ 
রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা অনুদান প্রদান  
হাইব্রিড সবজি বীজ উৎপাদনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্কের আহ্বান
১০