চোখের জলে বিদায় নিলেন জোতা ও সিলভা

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:২৯

ঢাকা, ৫ জুলাই ২০২৫ (বাসস) : গত বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা যান লিভারপুলের পর্তুগীজ ফুটবলার দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভা। আজ পর্তুগালের শহর গন্দোমারের ইগরেজা মাত্রিজ গির্জায় স্থানীয় সময় সকাল ১১টায় শেষকৃত্য সম্পন্ন হয় দু’জনের। 

শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোতা ও সিলভার পরিবারের সদস্য, বন্ধু, পর্তুগাল-লিভারপুলসহ অন্যান্য সতীর্থরা ও ভক্তরা। 

পরিবারের সাথে এসেছিলেন জোতার স্ত্রী রুট কারদোসে। গত ২২ জুন আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছিল জোতা ও কারদোসের। 

জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে বার্নার্দো সিলভা, দিওগো দালট, জোয়াও ক্যানসেলো, রুবেন নেভেস এবং কোচ রবার্তো মার্টিনেজসহ অনেকেই শেষকৃত্যে উপস্থিত ছিলেন। 

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের কোচ আর্নে স্লট, খেলোয়াড়দের মধ্যে লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক, অ্যান্ডি রবার্টসন, ডারউইন নুনেজ ও জেমস মিলনাররাও ছিলেন।

লাল রংয়ের ফুল নিয়ে হাজির হয়েছিলেন ভ্যান ডাইক। লাল রংয়ের ফুলের মাঝে সাদা ফুল দিয়ে  লেখা ছিল জোতার জার্সি নাম্বার‘২০’ লেখা ছিল। 

চার্চে কফিনে করে যখন জোতা ও সিলভা। লাল ফুল দিয়ে তৈরি তাদের দুই জার্সির আকৃতির মালা চার্চে বহন করেন ভ্যান ডাইক এবং রবার্টসন। ফুলের তৈরি ঐ মালায় জোতার জার্সি নম্বর ২০ এবং অন্যটিতে সিলভার জার্সি নম্বর ৩০ লেখা ছিল।

গন্দোমারে জোতা-সিলভার শেষকৃত্যে পাশাপাশি প্রচুর মানুষের ভিড়ও ছিল। ভিড়ের চাপে দুই ভাইয়ের দেহ নিয়ে যেতে হিমশিম খেতে হয়েছে। 

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর ৪৯ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন জোতা। গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ে লিভারপুলের হয়ে অসামান্য অবদান রাখেন তিনি। ক্লাবের জার্সিতে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন জোতা।
জোতার ভাই সিলভা পর্তুগালের নিচের সারির বিভাগ পেনাফিয়েলের হয়ে খেলতেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০