চোখের জলে বিদায় নিলেন জোতা ও সিলভা

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:২৯

ঢাকা, ৫ জুলাই ২০২৫ (বাসস) : গত বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা যান লিভারপুলের পর্তুগীজ ফুটবলার দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভা। আজ পর্তুগালের শহর গন্দোমারের ইগরেজা মাত্রিজ গির্জায় স্থানীয় সময় সকাল ১১টায় শেষকৃত্য সম্পন্ন হয় দু’জনের। 

শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোতা ও সিলভার পরিবারের সদস্য, বন্ধু, পর্তুগাল-লিভারপুলসহ অন্যান্য সতীর্থরা ও ভক্তরা। 

পরিবারের সাথে এসেছিলেন জোতার স্ত্রী রুট কারদোসে। গত ২২ জুন আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছিল জোতা ও কারদোসের। 

জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে বার্নার্দো সিলভা, দিওগো দালট, জোয়াও ক্যানসেলো, রুবেন নেভেস এবং কোচ রবার্তো মার্টিনেজসহ অনেকেই শেষকৃত্যে উপস্থিত ছিলেন। 

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের কোচ আর্নে স্লট, খেলোয়াড়দের মধ্যে লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক, অ্যান্ডি রবার্টসন, ডারউইন নুনেজ ও জেমস মিলনাররাও ছিলেন।

লাল রংয়ের ফুল নিয়ে হাজির হয়েছিলেন ভ্যান ডাইক। লাল রংয়ের ফুলের মাঝে সাদা ফুল দিয়ে  লেখা ছিল জোতার জার্সি নাম্বার‘২০’ লেখা ছিল। 

চার্চে কফিনে করে যখন জোতা ও সিলভা। লাল ফুল দিয়ে তৈরি তাদের দুই জার্সির আকৃতির মালা চার্চে বহন করেন ভ্যান ডাইক এবং রবার্টসন। ফুলের তৈরি ঐ মালায় জোতার জার্সি নম্বর ২০ এবং অন্যটিতে সিলভার জার্সি নম্বর ৩০ লেখা ছিল।

গন্দোমারে জোতা-সিলভার শেষকৃত্যে পাশাপাশি প্রচুর মানুষের ভিড়ও ছিল। ভিড়ের চাপে দুই ভাইয়ের দেহ নিয়ে যেতে হিমশিম খেতে হয়েছে। 

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর ৪৯ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন জোতা। গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ে লিভারপুলের হয়ে অসামান্য অবদান রাখেন তিনি। ক্লাবের জার্সিতে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন জোতা।
জোতার ভাই সিলভা পর্তুগালের নিচের সারির বিভাগ পেনাফিয়েলের হয়ে খেলতেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০