ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : এ বছরের আগস্ট মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সিরিজটি এ বছর নয়, আগামী বছরের সেপ্টেম্বরে হবে। দু’দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিসিবি জানায়, দুই বোর্ডের মধ্যে আলোচনার পর আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এবং দু’দলের সুবিধাজনক সময়সূচি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফরের পরিবর্তিত তারিখ এবং সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।