তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২১:২৩

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : বড় জয় দিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব শেষ করেছে  বাংলাদেশ দল। 

‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ বাংলাদেশ ৭-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে। ম্যাচের প্রথমার্ধেই সাত গোল আদায় করে নেয় বাংলাদেশ। 

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেও বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করে টাইগ্রেসরা। বাছাই পর্বে ৩ ম্যাচে ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গ্রুপে ৩ ম্যাচ খেলে মিয়ানমার ৬, বাহরাইন ও তুর্কমেনিস্তান ১টি করে পয়েন্ট পেয়েছে। 

মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে চতুর্থ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। ডান দিক থেকে শামসুন্নাহার জুনিয়রের ক্রসে জোরালো শটে গোল করেন স্বপ্না রানী। 

ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। ১৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন শামসুন্নাহার। 

এরপর ৪ মিনিটের ব্যবধানে তুর্কমেনিস্তানের জালে আরও তিন গোল দেয় বাংলাাদেশ। ১৬ মিনিটে মনিকা চাকমা, ১৭ মিনিটে ঋতুপর্ণা চাকমা ও ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন। ২০ মিনিটের মধ্যে ৬-০ গোলে এগিয়ে ম্যাচ জয়ের পথ সহজ করে ফেলে বাংলাদেশ। 

প্রথমার্ধে ৪০ মিনিটে দলের পক্ষে সপ্তম গোল করেন ঋতুপর্ণা। ৭-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমভাগ শেষ করে বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে একই  স্কোরে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

আগামী ৭ জুলাই দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০