বায়ার্নকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে নয়জনের পিএসজি

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৭:২৭

ঢাকা, ৬ জুলাই ২০২৫ (বাসস) : বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নয় জনের পিএসজি। ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের হয়ে গোলদুটি করেছেন ডিসায়ার ডুয়ে ও ওসমানে ডেম্বেলে।

ফরাসি ট্রেবল বিজয়ীরা আটালান্টায় এক পর্যায়ে ৯ জনের দলে পরিনত হলেও জার্মান জায়ান্টদের বিপক্ষে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচের শেষ ভাগে উইলিয়ান পাচো ও লুকাস হার্নান্দেস লাল কার্ড পেলে পিএসজি নয় জনের দলে পরিনত হয়। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন পরাজয়ের পাশাপাশি বিরতির ঠিক আগে জামাল মুসিয়ালার গোঁড়ালির গুরুতর ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে। অফসাইডের কারনে বায়ার্নের দুটি গোল বাতিল হলে ম্যাচে ফেরা হয়নি। 

পিএসজির বিপক্ষে শেষ চার ম্যাচে বায়ার্ন সরাসরি জয়ী হয়েছে। এর মধ্যে গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে ১-০ গোলে জয়ের ম্যাচটিও রয়েছে। 

ম্যাচের আগে লিভারপুলের সদ্য প্রায়ত ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার জন্য খেলোয়াড় ও প্রায় ৬৭ হাজার দর্শক দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছে। এই সময়ে খেলোয়াড়দের বিশেষ করে পিএসজির অনেককেই বেশ আবেগি দেখা গেছে। পিএসজিতে ভিটিনহা, হুয়াও নেভেস ও নুনো মেনডেসসহ পাঁচজন পর্তুগীজ খেলোয়াড় রয়েছেন। 

ব্যালন ডি’অর শীর্ষ প্রার্থী ডেম্বেলকে বদলী বেঞ্চে বসিয়ে লুইস এনরিকে ম্যাচ শুরু করেছিলেন। এখনো পেশীর ইনজুরি কাটিয়ে পরিপূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি ডেম্বেলে।

তবে বায়ার্ন প্লেমেকার মুসিয়ালা ফিট হয়ে একাদশে ফিরেছিলেন। দুই দলের দুই এলিট গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা ও ম্যানুয়েল নয়্যারের জন্যও দর্শকদের কাছে ম্যাচটি বেশ আকষর্ণীয় হয়ে উঠেছিল। 

ম্যাচের শুরুতেই কাউন্টার এ্যাটাক থেকে কাভিচা কাভারাটসখেলিয়ার শট সাইড নেটে লাগলে হতাশ হয় পিএসজি। এরপর তার একটি শট নয়্যার রুখে দেন। ওলিসের পরপর দুটি শট দুর্দান্ত দক্ষতায় রক্ষা করেন ডোনারুমা। প্রথমার্ধের স্টপেজ টাইমে ওলিসের ফ্রি-কিক থেকে ডায়ট উপামেকানোর হেড জালে জড়ালেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়। হ্যারি কেনের একটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির ঠিক আগে ডোনারুমার সাথে সংঘর্ষে মুসিয়ালা গোঁড়ালির ইনজুরিতে পড়ে মাঠত্যাগে বাধ্য হন। 

দ্বিতীয়ার্ধের শুরুতে বারকোলার একটি শক্তিশালী শট আটকে দেন বায়ার্নের ৩৯ বছর বয়সী গোলরক্ষক নয়্যার। ম্যাচ শেষের ২০ মিনিট আগে ডেম্বেলেকে মাঠে নামান এনরিকে। ৭৮ মিনিটে পোস্টের কাছে থেকে ডুয়ের লো শটে এগিয়ে যায় পিএসজি। ৮৩ মিনিটে লিও গোয়েতজাকে হাই ট্যাকেল করে লাল কার্ড পান পিএসজি ডিফেন্ডার পাচো। কেনের হেডের গোল অফসাইডের কারনে বাতিল হয়ে গেলে সমতায় ফেরা হয়নি বায়ার্নের। কনুই দিয়ে আঘাতে অভিযোগে পিএসজির বদলী খেলোয়াড় হার্নান্দেজও লাল কার্ড দেখে মাঠ ত্যাগ কনে। ইনজুরি টাইমে ডেম্বেলের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়। 

আগামী বুধবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০