জুভেন্টাসের সাথে পাঁচ বছরের চুক্তি করলেন জোনাথন ডেভিড

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৭:২৯ আপডেট: : ০৬ জুলাই ২০২৫, ১৭:৪২

ঢাকা, ৬ জুলাই ২০২৫ (বাসস) : জুভেন্টাসের সাথে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিড।

ফরাশি ক্লাব লিলির সাথে পাঁচ বছরের চুক্তি শেষ হয়ে যাবার পর ফ্রি ট্রান্সফার সুবিধায় রেকর্ড ৩৬ বারের ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাবে যোগ দিয়েছেন ডেভিড। 

স্থানীয় গণমাধ্যমের দাবী প্রতি মৌসুমে জোনাথন জুভেন্টাসের কাছ থেকে চুক্তি বাবদ ৬ মিলিয়ণ ইউরো পাবেন। সাথে বোনাস ও অন্যান্য সুবিধা সহ আরো ২ মিলিয়ন ইউরো আয় করবেন। 

জুভেন্টাসের নতুন জেনারেল ম্যানেজার ডেমিয়েন কোমোলির অধীনে এটাই গ্রীষ্মকালীণ ট্রান্সফার মার্কেটে ইতালিয়ান জায়ান্টদের এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি। গত মসে কোমোলি নিশ্চিত করেছেন কোচ হিসেবে ইগোর টুডোই দলের সাথে থাকছেন। 

দলের তারকা স্ট্রাইকার ডুসান ভøাহোভিচেড অন্যত্র চলে যাবার বিষয়টি প্রায় নিশ্চিত। যে কারনে ফরোয়ার্ড দলভূক্তির বিষয়টি উপর জুভেন্টাস বেশ জোড় দিয়েছে। ২৫ বছর বয়স ডেভিড গত মৌসুমে লিলির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৯ ম্যাচে ২৫টি গোল ছাড়াও ১২টি এ্যাসিস্ট করেছেন। 

জাতীয় দলের জার্সিতে ৬৭ ম্যাচে কানাডার হয়ে সর্বকালের সর্বোচ্চ ৩৬ গোল করেছেন ডেভিড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০