বাংলাদেশ সিরিজে শ্রীলংকা টি-টোয়েন্টি দলে ফিরলেন শানাকা-করুনারত্নে

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ৭ জুলাই ২০২৫ (বাসস) : সাবেক অধিনায়ক দাসুন শানাকা, পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নে ও স্পিনার দুনিথ ওয়েলালাগেকে ফিরিয়ে এনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। 

এক বছর পর জাতীয় দলে ফিরলেন শানাকা। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২০১৫ সালে অভিষেকের পর ১০২ টি-টোয়েন্টিতে ১৪৫৬ রান ও ৩৩ উইকেট নিয়েছেন শানাকা। 

দুই বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন করুনারত্নে। ২০২৩ সালের এপ্রিলে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। ৪২ ম্যাচে ২৪ উইকেট ও ২৯১ রান করেছেন তিনি। 

দলে আরও ফিরেছেন ৪ টি-টোয়েন্টি খেলা ওয়েলালাগে। গত বছরের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ৬ উইকেটের মালিক ওয়েলালাগে।

দলে নতুন মুখ পেসার ইশান মালিঙ্গা। ইতোমধ্যে দেশের হয়ে ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়েছে তার। ৬ ওয়ানডেতে ৪ উইকেট শিকার করেছেন তিনি।

শানাকা-করুনারত্নে ও ওয়েলালাগে ফেরায় দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসে, চামিন্দু বিক্রমাসিংহে ও আসিথা ফার্নান্দো। 

১০ জুলাই থেকে পাল্লেকেলেতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই যথাক্রমে- ডাম্বুলা এবং কলম্বোতে।

শ্রীলংকা টি-টোয়েন্টি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, জেফরি ভান্দারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, ইশান মালিঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
রাজধানীর শ্যামপুরে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেফতার
১০