বাংলাদেশ সিরিজে শ্রীলংকা টি-টোয়েন্টি দলে ফিরলেন শানাকা-করুনারত্নে

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ৭ জুলাই ২০২৫ (বাসস) : সাবেক অধিনায়ক দাসুন শানাকা, পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নে ও স্পিনার দুনিথ ওয়েলালাগেকে ফিরিয়ে এনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। 

এক বছর পর জাতীয় দলে ফিরলেন শানাকা। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২০১৫ সালে অভিষেকের পর ১০২ টি-টোয়েন্টিতে ১৪৫৬ রান ও ৩৩ উইকেট নিয়েছেন শানাকা। 

দুই বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন করুনারত্নে। ২০২৩ সালের এপ্রিলে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। ৪২ ম্যাচে ২৪ উইকেট ও ২৯১ রান করেছেন তিনি। 

দলে আরও ফিরেছেন ৪ টি-টোয়েন্টি খেলা ওয়েলালাগে। গত বছরের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ৬ উইকেটের মালিক ওয়েলালাগে।

দলে নতুন মুখ পেসার ইশান মালিঙ্গা। ইতোমধ্যে দেশের হয়ে ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়েছে তার। ৬ ওয়ানডেতে ৪ উইকেট শিকার করেছেন তিনি।

শানাকা-করুনারত্নে ও ওয়েলালাগে ফেরায় দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসে, চামিন্দু বিক্রমাসিংহে ও আসিথা ফার্নান্দো। 

১০ জুলাই থেকে পাল্লেকেলেতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই যথাক্রমে- ডাম্বুলা এবং কলম্বোতে।

শ্রীলংকা টি-টোয়েন্টি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, জেফরি ভান্দারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, ইশান মালিঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
ইউরোপজুড়ে ফিলিস্তিনি-পন্থী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত 
টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
চলনবিলের আকাশে অবমুক্ত বক ও ঘুঘু
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
১০