মাস সেরার দৌড়ে বাংলাদেশ সিরিজের জয়ের নায়ক নিশাঙ্কা

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:২৩

ঢাকা, ৭ জুলাই ২০২৫ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুন মাসের সেরার দৌড়ে আছেন শ্রীলংকার পাথুম নিশাঙ্কা ও দুই দক্ষিণ আফ্রিকান আইডেন মার্করাম ও কাগিসো রাবাদা। 

গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও অ্যাফি ফ্লেচার।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।  

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ৩ ইনিংসে ২ সেঞ্চুরিতে ৩৬৯ রান করেন নিশাঙ্কা। ফলে সিরিজের সেরা খেলোয়াড় হন তিনি। গলে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২৫৬ বলে ১৮৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস নিশাঙ্কা। কলম্বোয় দ্বিতীয় টেস্টে ২৫৪ বলে ১৫৮ রানের ইনিংস খেলেন এই ডান-হাতি ব্যাটার।

গেল মাসে আইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ে ২৭ বছর পর আইসিসি শিরোপা জয়ের খরা কাটে প্রোটিয়াদের। ফাইনালের দ্বিতীয় ইনিংসে ১৪ চারে ১৩৬ রান করেছিলেন মার্করাম। 

দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ে মার্করামের মত বড় অবদান ছিল রাবাদারও। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ৫১ রানে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৪ উইকেট নেন রাবাদা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০