ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : প্রথমবারের মত নারী এশিয়া কাপের খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এশিয়া কাপের বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।
এরপর গত বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এ ম্যাচ জয়ে মূল পর্বের খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় তারা। একই দিন গ্রুপের অন্য ম্যাচে তুর্কমেনিস্তান ও বাহরাইন ২-২ গোলে ড্র করলে বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়।
নিয়মরক্ষার শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে বাছাই পর্ব শেষ করে বাংলাদেশ।
মিয়ানমারে এশিয়া কাপ বাছাইয়ে সফল মিশন শেষে গতরাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। রাত পৌনে ২টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়।
বিমানবন্দরে নারী দলকে স্বাগত জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা।
এশিয়া কাপে খেলা নিশ্চিত করা নারী ফুটবল দলের জন্য এরপর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে সংবর্ধনার আয়োজন করে বাফুফে।