বিশ্ব রেকর্ড লারাকেই মানায় : মুল্ডার

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৬:২৬

ঢাকা, ৮ জুলাই ২০২৫ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৩৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার। 

ম্যাচের প্রায় সাড়ে তিন দিন খেলা বাকী থাকার পরও টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্ব রেকর্ড ভাঙ্গার চেষ্টা করেননি মুল্ডার। টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা করেন তিনি। 

মুল্ডারের ইনিংস ঘোষণায় অবাক হয়েছে ক্রিকেট বিশ্ব। কেন লারার রেকর্ড ভাঙ্গার চেষ্টা করেননি মুল্ডার, এমন আলোচনা ছিল সর্বত্র। অবশেষে দিন শেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন মুল্ডার। তিনি বলেন, ‘এমন রেকর্ড লারারই থাকা উচিৎ। লারা একজন কিংবদন্তি। তার মত একজনের কাছে এই রেকর্ড থাকা খুব স্বাভাবিক। আমি যদি আবারও এমন সুযোগ পাই, তখনও ঠিক এটাই করব।’

লারার রেকর্ড নিয়ে দলের প্রধান কোচ শুকরি কনরাডের সাথেও কথা বলেছেন মুল্ডার। তিনি বলেন, ‘আমি কোচ শুকরির সাথে এ বিষয়ে কথা বলেছি। তিনিও বলেছেন- কিংবদন্তিকে এই রেকর্ড ধরে রাখতে দাও। লারার কাছে এই রেকর্ড থাকা উচিৎ।’

৩৬৭ রানে অপরাজিত থাকা ইনিংসটি নিয়ে মুল্ডারের প্রতিক্রিয়া শুনলে বোঝা যাবে, যতটুকু তিনি পেয়েছেন সেটাও তার কল্পনার বাইরে। 

৪১০ মিনিট ক্রিজে থেকে ৩৩৪ বল খেলে ৪৯ চার ও ৪ ছক্কায় ১০৯.৮৮ স্ট্রাইক রেটে অনবদ্য ৩৬৭ রান করেন মুল্ডার। এই ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ডের মালিক হয়েছেন তিনি। এরমধ্যে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন মুল্ডার। 

ক্যারিয়ারের ২১তম টেস্টে বিশ্ব রেকর্ড গড়া ইনিংস নিয়ে মুল্ডার বলেন, ‘অনুভূতি অবশ্যই বিশেষ। ট্রিপল সেঞ্চুরির কথা তো বাদই, সত্যি বলতে কখনও ডাবল সেঞ্চুরির স্বপ্নও দেখিনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ম্যাচে দলকে জয়ের জন্য একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি।’

মুল্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৭০ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫১ রান করেছে জিম্বাবুয়ে। ৯ উইকেট হাতে নিয়ে ৪০৫ রানে পিছিয়ে তারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০