ঢাকা, ৮ জুলাই ২০২৫ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দলে রাখা হয়নি কেন উইলিয়ামসন, কাইল জেমিসন, মিচেল ব্রেসওয়েল ও বেন সিয়ার্সকে।
ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেক্স ও দ্য হানড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলার কারণে জিম্বাবুয়ে সফরে থাকছেন না উইলিয়ামসন।
উইলিয়ামসনের মত দা হান্ড্রেডে খেলবেন ব্রেসওয়েল। দুই লাখ পাউন্ডে সাউদার্ন ব্রেভের হয়ে মাঠে নামবেন তিনি।
ইনজুরির থেকে সুস্থ হতে না পারায় জিম্বাবুয়ে সিরিজে নেই সিয়ার্স। তবে প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন জেমিসন।
দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন দুই পেসার জ্যাকব ডাফি ও ম্যাট ফিশার। দেশের জার্সিতে ইতোমধ্যে ১৪ ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডাফি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলে ৫১ উইকেট নিয়েছেন ফিশার।
দীর্ঘ দিন পর টেস্ট দলে ফিরেছেন ব্যাটার হেনরি নিকোলস ও স্পিনার এজাজ প্যাটেল।
৩০ জুলাই থেকে টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। পরের টেস্ট হবে ৭ আগস্ট।
নিউজিল্যান্ড টেস্ট দল : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল সান্টনার, ন্যাথান স্মিথ ও উইল ইয়ং।