ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন অ্যাটকিনসন

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৬:৫০

ঢাকা, ৮ জুলাই ২০২৫ (বাসস) : পেসার গাস অ্যাটকিনসনকে ফিরিয়ে এনে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

গত মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে পড়েন অ্যাটকিনসন। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। 

২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অ্যাটকিনসনের। এরপর ১২ টেস্টে ৫৫ উইকেট নিয়ে ইংলিশদের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। টেস্ট ছাড়াও ১১ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যাটকিনসন। 

দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন বলতে শুধুমাত্র অ্যাটকিনসনকেই অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। ফলে ইংল্যান্ডের পেস আক্রমণে আছে সাতজন বোলার। এই দলে অন্য পেসাররা হলেন- ক্রিস ওকস, জশ টাং, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, স্যাম কুক ও জেমি ওভারটন। প্রথম দুই ম্যাচে একাদশে থাকা ওকস-কার্স-টাং ৭৭ থেকে ৮২ ওভার বোলিং করেছেন। পাশাপাশি অধিনায়ক বেন স্টোকসও পেস বোলিং দলের জন্য অবদান রেখেছেন। 

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভাবনায় লর্ডসের একাদশে পরিবর্তন আনতে পারে ইংল্যান্ড। তেমনই ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক স্টোকস। তিনি বলেন, ‘এটা গোপনীয়তার কিছু নেই, প্রথম দুই টেস্টে আমরা অনেক সময় ফিল্ডিং এবং বোলিং করেছি। আমাদেরকে দেখতে হবে আগামী দুই দিনে সবাই কিভাবে নিজেদের উন্নতি করে। দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এটাও দেখতে হবে খেলার পরে তারা কতটা উন্নতি করতে পারছে।’

১০ জুলাই থেকে লর্ডসে তৃতীয় টেস্ট শুরু করবে ইংল্যান্ড ও ভারত। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং এবং ক্রিস ওকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
ইউরোপজুড়ে ফিলিস্তিনি-পন্থী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত 
টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
চলনবিলের আকাশে অবমুক্ত বক ও ঘুঘু
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
১০