ঢাকা, ৮ জুলাই ২০২৫ (বাসস) : ক্লাব বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মড্রিচ। এই তথ্য নিশ্চিত করেছেন মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।
সেপ্টেম্বরে ৪০ বছরে পা রাখতে যাওয়া মড্রিচ ২০১২ সালে টটেনহ্যাম থেকে মাদ্রিদে যোগ দেন। জুনের শুরু থেকেই ইতালিয়ান সিরি-এ লিগে তার যাবার গুঞ্জন ছিল। গত মৌসুমের পর তার সাথে রিয়ালে চুক্তি শেষ হয়ে যাবার পরই ট্রান্সফার মার্কেটে এই গুঞ্জন ওঠে।
বুধবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির মুখোমুখি হবে মাদ্রিদ। আগামী ১৩ জুলাই হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল।
মিলানের বস হিসেবে ফিরে সংবাদ সম্মেলনে আলেগ্রি মড্রিচ সম্পর্কে বলেছেন, ‘আগস্টে সে মিলানে ফিরছে। মড্রিচ একজন ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সম্পর্কে বেশী কিছু বলা আসলে অর্থহীন।’
২০১০-১৪ সাল পর্যন্ত প্রথম মেয়াদে আলেগ্রি মিলানের কোচের দায়িত্ব পালন করেছেন। ঐ মেয়াদে ২০১১ সালে তার অধীনে মিলান সিরি-এ শিরোপা জয় করেছিল। এরপর আবারো দ্বিতীয় মেয়াদে তিনি মিলানে ফিরেছেন।
আগামী ১৭ আগস্ট ইতালিয়ান কাপের মাধ্যমে আলেগ্রির অধীনে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে মিলান।