ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রাকিটিচ

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:২৮

ঢাকা, ৮ জুলাই ২০২৫ (বাসস) : সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ। ৩৭ বছর বয়সী রাকিটিচ ক্যারিয়ারের বেশীরভাগ সময়ই বার্সেলোনা ও সেভিয়ায় কাটিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে রাকিটিচ লিখেছেন, ‘স্বপ্নেও যা ভাবিনি তার থেকেও বেশী কিছু ফুটবল আমাকে দিয়েছে। ফুটবল আমাকে বন্ধু, আবেগ, আনন্দ ও কান্না দিয়েছে। এখন বিদায় বলার সময় এসেছে। কারন আমি জানি ফুটবল থেকে দুরে সড়ে গেলেও আমার থেকে ফুটবল কখনো দুরে চলে যাবে না। সবকিছুর জন্য ফুটবলকে ধন্যবাদ।’

বাসেলের হয়ে ক্যারিয়ার শুরু করা রাকিটিচ পরবর্তীতে শালকেতে যোগ দিয়েছিলেন। ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন ১০৬টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১৮ সালে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে পরাজিত ক্রোয়েশিয়ার মূল দলে খেলেছিলেন রাকিটিচ। 

২০১৫ সালে বার্সেলোনার ট্রেবল জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। সেভিয়ার হয়ে দুইবার ইউরোপা লিগের শিরোপা জিতেছেন। 

গত বছর সংক্ষিপ্ত সময়ের জন্য সৌদি পেশাদার ক্লাব আল-শাবাবে খেলেছেন রাকিটিচ। এরপর ক্যারিয়ারের শেষ মৌসুমটা কাটিয়েছেন ক্রোয়েট পেশাদার ক্লাব হাজুক স্পিলিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০