ঢাকা, ৮ জুলাই ২০২৫ (বাসস) : বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মত অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে নেই বাবর ও রিজওয়ান। গত মাসে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে বাদ পড়েন আফ্রিদি।
ইনজুরির কারণে বাংলাদেশ সফরের দলে জায়গা হয়নি তিন পেসার হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং স্পিন অলরাউন্ডার শাদাব খানের।
পাকিস্তান দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন দুই পেসার সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। সর্বশেষ পিএসএলে শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের হয়ে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট নেন সালমান। এই সংস্করণে ২৩ ম্যাচে ৩৯ উইকেট সংগ্রহ করেছেন সালমান।
পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে চার ম্যাচে ৬ উইকেট নিয়েছেন দানিয়াল। টি-টোয়েন্টিতে ৩৭ ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন দানিয়াল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে- ২০, ২২ ও ২৪ জুলাই।
বাংলাদেশ সফরে পাকিস্তান টি-টোয়েন্টি দল : সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মোকিম।