ঢাকা, ৮ জুলাই ২০২৫ (বাসস) : ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডারের বিশ্ব রেকর্ড গড়া টেস্ট জিতে জিম্বাবুয়েকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন জিম্বাবুয়েকে ইনিংস ও ২৩৬ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
ইনিংস বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় দক্ষিণ আফ্রিকার। প্রথম টেস্ট ৩২৮ রানে জিতেছিল প্রোটিয়ারা। শুধুমাত্র রান বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে সেটি ছিল দক্ষিণ আফ্রিকার বড় জয়।
বুলাওয়েতে টেস্টের দ্বিতীয় দিন ৫ উইকেটে ৬২৬ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে ১৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫১ রান করেছিল জিম্বাবুয়ে। ইনিংস হার এড়াতে ৯ উইকেট হাতে নিয়ে আরও ৪০৫ রান দরকার ছিল জিম্বাবুয়ের।
কিন্তু তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ২২০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে নিক ওয়েলচ ৫৫ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ৪৯ রান করেন।
কর্বিন বশ ৪টি ও সেনুরান মুথুসামি ৩ উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ৩৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন মুল্ডার। টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন মুল্ডার। ম্যাচ সেরার পাশাপাশি সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। পুরো সিরিজে ব্যাট হাতে ৫৩১ রান ও বল হাতে ৭ উইকেট শিকার করেছেন মুল্ডার।