মুল্ডারের বিশ্ব রেকর্ডের টেস্ট জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ২০:৪৫

ঢাকা, ৮ জুলাই ২০২৫ (বাসস) : ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডারের বিশ্ব রেকর্ড গড়া টেস্ট জিতে জিম্বাবুয়েকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন জিম্বাবুয়েকে ইনিংস ও ২৩৬ রানে হারিয়েছে প্রোটিয়ারা। 

ইনিংস বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় দক্ষিণ আফ্রিকার। প্রথম টেস্ট ৩২৮ রানে জিতেছিল প্রোটিয়ারা। শুধুমাত্র রান বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে সেটি ছিল দক্ষিণ আফ্রিকার বড় জয়।

বুলাওয়েতে টেস্টের দ্বিতীয় দিন ৫ উইকেটে ৬২৬ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে ১৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে স্বাগতিকরা। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫১ রান করেছিল জিম্বাবুয়ে। ইনিংস হার এড়াতে ৯ উইকেট হাতে নিয়ে আরও ৪০৫ রান দরকার ছিল জিম্বাবুয়ের। 

কিন্তু তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ২২০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে নিক ওয়েলচ ৫৫ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ৪৯ রান করেন। 

কর্বিন বশ ৪টি ও সেনুরান মুথুসামি ৩ উইকেট নেন। 

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ৩৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন মুল্ডার। টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন মুল্ডার। ম্যাচ সেরার পাশাপাশি সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। পুরো সিরিজে ব্যাট হাতে ৫৩১ রান ও বল হাতে ৭ উইকেট শিকার করেছেন মুল্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
ইউরোপজুড়ে ফিলিস্তিনি-পন্থী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত 
টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
চলনবিলের আকাশে অবমুক্ত বক ও ঘুঘু
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
১০