পেড্রোর জোড়া গোলে ফ্লামিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৬:৩৬

ঢাকা, ৯ জুলাই ২০২৫ (বাসস) : নতুন চুক্তিভূক্তি হুয়াও পেড্রোর দুই গোলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিনেন্সকে ২-০ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে চেলসি।

ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেড্রো এই প্রথমবারের মত চেলসির মূল একাদশে খেলার সুযোগ পেয়েছেন। মেটলাইফ স্টেডিয়ামে ১৮ মিনিটে প্রথম গোল দিয়ে চেলসিকে এগিয়ে দেন পেড্রো। এরপর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন।

গত সপ্তাহে ব্রাইটন থেকে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে ভেড়ায় ব্লুজরা। মৌসুম শেষে ছুটি সংক্ষিপ্ত করে তিনি তড়িঘড়ি করে চেলসিতে যোগ দেন। কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে বদলী বেঞ্চ থেকে চেলসির জার্সিতে তার অভিষেক হয়। কাল নিষেধাজ্ঞায় থাকা লিয়াম ডিলাপের স্থানে প্রথম একাদশে পেড্রো মাঠে নামেন। 

ফ্লামিনেন্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন পেড্রো। যে কারনে সাবেক ক্লাবের বিপক্ষে কোন গোলই তিনি উদযাপন করেননি। ২০২০ সালে ওয়াটফোর্ডের হয়ে ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে ফ্লামিনেন্সের হয়ে ৩৬টি ম্যাচ খেলেছেন। 

এর মাধ্যমে ২০২৩ কোপা লিবারতেডর্স জয়ী ফ্লামিনেন্সের ক্লাব বিশ্বকাপে স্বপ্নের যাত্রা শেষ হলো। গ্রুপ পর্বে ফ্লামিনেন্স বরুসিয়া ডর্টমুন্ডের সাথে গোলশুন্য ড্র করেছিল।

এরপর শেষ ষোলতে ইন্টার মিলানকে বিদায় করার পর কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করা আল-হিলালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। 

প্রথমবারের মত ৩২ দলের ক্লাব বিশ্বকাপ থেকে দক্ষিণ আমেরিকান শেষ দল হিসেবে ফ্লামিনেন্সের বিদায় ঘটলো। চেলসি পরপর দুই ম্যাচে ব্রাজিলিয়ান প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকেট পেল। 

এ পর্যন্ত ক্লাব বিশ্বকাপের ট্রফি গিয়েছে ইউরোপীয়ান কোন সুপারপাওয়রের ঘরে। এবারও তার ব্যতিক্রম হচ্ছেনা। ফাইনালে বিজয়ী যেই দলই হোক না কেন তারা শেষ পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী কোন দলের থেকেই হতে যাচ্ছে। আরেক সেমিফাইনালে রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ফরাশি চ্যাম্পিয়ন পিএসজি। 

চেলসি কোচ এনজো মারসেকা বলেছেন, ‘এটা সত্যিই অসাধারণ একটি অর্জন। আমাদের মৌসুমটা দুর্দান্ত কেটেছে। লিগে শীর্ষ চারের মধ্যে ছিলাম, কনফারেন্স লিগ জিতেছি, আর এখন এই টুর্নামেন্টের ফাইনালে খেলবো। আমরা সত্যিই দারুন খুশী। মৌসুমের শেষ ম্যাচটা ভাল করলেই শতভাগ সফল হতে পারবো। আশা করছি এই টুর্ণামেন্টে আমরাই বিজয়ী হবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০