লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে ডাক পেলেন আর্চার

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ২০:১৮
জোফরা আর্চার -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ জুলাই ২০২৫ (বাসস) : সাড়ে চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে লর্ডসে শুরু হওয়া তৃতীয় ম্যাচের জন্য তাকে দলে ডাকা হয়েছে। 

কনুই ও পিছের ইনজুরির জন্য দীর্ঘদিন ধরে আর্চার টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন। গত মাসে সাসেক্সের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরে ১৮ ওভার বল করেছেন। ছয় বছর আগে এই লর্ডসেই আর্চারের টেস্ট অভিষেক হয়েছিল।  

অভিষেকের মতই এই মুহূর্তে আর্চারের ফেরার ম্যাচে ভারতীয় ব্যাটারদের দাপটে ইংল্যান্ড দল বেশ বিপাকে রয়েছে। ২০১৯ সালে এজবাস্টনে অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরির পর আর্চারকে ডাকা হয়েছিল। প্রথম স্পেলেই আর্চারের বিধ্বংসী বোলিং স্মিথের হেলমেটে লাগে। এবার বার্মিংহামে ভারতীয় ব্যাটার শুভমান গিলের করা ৪৩০ রানকে আর বেশীদুর এগুতে না দেবার জন্যই লর্ডসে ডাকা হয়েছে আর্চারকে। 

গত সপ্তাহে ৩৩৬ রানে বিধ্বস্ত হওয়া দলটি থেকে ইংল্যান্ড মাত্র একটি পরিবর্তন করেছে। জোস টাংয়ের স্থানে দলে ঢুকেছেন আর্চার। এখনো পর্যন্ত সিরিজে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছেন টাং। কিন্তু প্রতি ওভারে দিয়েছেন গড়ে ৪.৫৬ রান। প্রথম দুই টেস্টে যথাক্রমে ৭৭ ও ৮১ ওভার বোলিং দলে জায়গা ধরে রেখেছেন অপর দুই পেসার ব্রাইডন কার্স ও ক্রিস ওকস। 

এজবাস্টন টেস্টে কার্স আঙ্গুলের ইনজুরিতে পড়ে ভারতের দ্বিতীয় ইনিংসে ২৭ ওভারের পর আর বোলিং করেননি। মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে গাস এ্যাটকিনসন সুস্থ হয়ে উঠতে না পারায় কার্স তার জায়গা ধরে রেখেছেন। সারের হয়ে টি২০ ব্লাস্টে খেলার জন্য এ্যাটকিনসনকে হয়তো ছেড়ে দিতে পারে ইংল্যান্ড। আগামী ২৩ জুলাই ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের আগে আবারো তিনি দলে ফিরতে পারেন। 

২০১৯-২১ পর্যন্ত ১৩ টেস্টে আর্চার ৩১.০৪ গড়ে ৪২ উইকেট নিয়েছেন। এর মধ্যে ২০১৯ এ্যাশেজ সিরিজে ২০.২৭ গড়ে নিয়েছিলেন ২০ উইকেট। 

ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, শোয়েব বশির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ মন্ত্রণালয়ের
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন: সচল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট
এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ৭৩.৬৯ শতাংশ
যাত্রাবাড়ীতে এক পরিবারের ৩ সদস্য অগ্নিদগ্ধ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পাশের হার ৫৮.২২ শতাংশ
নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করলো বিএসএফ
কিয়েভ হামলার পর রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,২৮৪
আগামীকাল শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
দোষ স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
১০