ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন অ্যালেন

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬:১১

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : পায়ের ইনজুরির কারণে জিম্বাবুয়ের মাটিতে আসন্ন ত্রিদেশীয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন।

চলতি মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলছেন অ্যালেন। গত সোমবার লিগ পর্বের শেষ ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে খেলার সময় পায়ের ইনজুরিতে পড়েন তিনি। এতে এমএলসির প্লে-অফ এবং ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়েন অ্যালেন।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেটসি) জানিয়েছে, ‘দেশে ফিরে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর বোঝা যাবে অ্যালেনের সেরে উঠতে কত সময় লাগবে। ত্রিদেশীয় সিরিজের জন্য দ্রুতই তার বদলি খেলোয়াড় ঘোষণা করা হবে।’

এদিকে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস জানিয়েছে, অ্যালেনের জায়গায় নতুন কোন খেলোয়াড় নিবে না।

ইউনিকর্নসের হয়ে ৯ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ হাফ-সেঞ্চুরিতে ৩৩৩ রান করেছেন অ্যালেন। যা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান।

নিউজিল্যান্ডে হয়ে ২২ ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী অ্যালেন। ওয়ানডেতে ৫ হাফ-সেঞ্চুরিতে ৫৮২ রান এবং টি-টোয়েন্টিতে ২ সেঞ্চুরি ও ৫ হাফ-সেঞ্চুরিতে ১২৮৫ রান করেছেন তিনি।

স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিন আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ হারারে পৌঁছাবে নিউজিল্যান্ড। ১৪ জুলাই থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৬ জুলাই নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কিউইরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০