দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের জন্য অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২০:১৬

ঢাকা, ১০ জুলাই ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সফরের জন্য আজ ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। এরপর জিম্বাবুয়ের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 
আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকান সফরে নয়টি ম্যাচ খেলবে দলটি। টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারলে মোট  ১০ ম্যাচ খেলার সুযোগ পাবে।

আজ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছে  বাংলাদেশ দল।

১৭, ১৯ এবং ২২ জুলাই বেনোনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।

এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে ২৩ জুলাই জিম্বাবুয়ের হারারে রওনা হবে বাংলাদেশের যুবারা।  

২৫ জুলাই থেকে ১০ আগস্ট হারারেতে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। রাউন্ড-রবিন লিগে মোট ৯টি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে একে অপরের বিপক্ষে ৩ বার করে মুখোমুখি হবে। লিগের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

২৬ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ৩১ জুলাই এবং ৬ আগস্ট প্রোটিয়াদের বিপক্ষে আরও দু’বার মুখোমুখি হবে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ জুলাই, ১ আগস্ট এবং ৮ আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ।

১০ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশিষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, সানজিদ মজুমদার, শাহরিয়ার আল আমিন, ফারজান আহমেদ আলিফ, মোহাম্মদ আবদুল্লাহ, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।

স্ট্যান্ড বাই : শাহরিয়ার আহমেদ, শাহরিয়ার আজমির, মোহাম্মদ সবুজ, ফারহান শাহরিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০