খালেদের নৈপুন্যে শুভ সূচনা রংপুরের

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৫:৫০ আপডেট: : ১১ জুলাই ২০২৫, ১৮:৩০

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : পেসার খালেদ আহমেদের বোলিং নৈপুণ্যে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আজ ভোরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। ৪৭ বলে ৪৯ রানের সূচনা করেন রংপুরের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। ১ চারে সাইফ ১৮ ও ৫ চারে সৌম্য ৩৫ রানে আউট হন।

মিডল অর্ডারে আজমতুল্লাহ ওমরজাই ৩, ইয়াসির আলি শূন্য ও অধিনায়ক নুরুল হাসান ১৮ রানে ফিরলে ৮৬ রানে ৫ উইকেট হারায় রংপুর। ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে রংপুরকে লড়াকু পুঁজি এনে দেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ও পাকিস্তানের ইফতিখার আহমেদ। ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে রংপুর।

জবাবে ওপেনার জনসন চার্লসের ২৮ বলে ৪০ রানের পর সুবিধা করতে পারেনি গায়ানার পরের দিকের ব্যাটাররা। তারপরও ১৬ ওভার পর্যন্ত ভালোভাবেই লড়াইয়ে ছিল গায়ানা।

কিন্তু শেষ ২ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে ২০ রান দরকার পড়ে গায়ানার। ১৯তম ওভারে প্রথম ৪ বলে ১১ রান দেন খালেদ। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গায়ানা। একই ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নেন খালেদ। ওভার শেষে ১ উইকেট হাতে নিয়ে ৯ রান প্রয়োজন পড়ে গায়ানার।

শেষ ওভারের প্রথম বলে গায়ানার শেষ উইকেট শিকার করে গায়ানাকে ১৫৪ রানে গুটিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন ওমরজাই।

রংপুরের খালেদ ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০