সাগরিকার হ্যাটট্রিকে উড়ন্ত জয়ে শুরু বাংলাদেশের

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:৪৯ আপডেট: : ১১ জুলাই ২০২৫, ১৮:৫৪

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : মোসাম্মৎ সাগরিকার হ্যাটট্রিকে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ দল।

আজ রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।  স্বাগতিকরা বাকী ছয় গোল করে দ্বিতীয়ার্ধে । নিজেদের একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধে পায় শ্রীলংকা।

সাগরিকার হ্যাটট্রিকের পাশাপাশি বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোসাম্মৎ মুনকি আক্তার। একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্দি।

বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটে স্বপ্না রানী বাংলাদেশের  হয়ে প্রথম গোল করেন। পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি।

২-০ গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। তবে তৃতীয় গোলের জন্য ৩৭ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। সিনহা জাহানের ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান সাগরিকা। ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

৪৮ মিনিটে বদলি শান্তি মারদির ক্রসে গোল করেন মুনকি আক্তার। ৫০ মিনিটে শিখার গোলে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ম্যাচের ৫৩ ও ৫৮ মিনিটে গোল দু’টি করেন সাগরিকা।

সাগরিকার হ্যাটট্রিকে ৭-০ গোলে এগিয়ে বড় জয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ।

শেষ দিকে বাংলাদেশের জয়কে আরও বড় করে দেন রূপা ও শান্তি। ৮৬ মিনিটে রূপার গোলে ৮-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিট) শ্রীলংকার হয়ে একমাত্র গোল করেন লায়নসিকা জাসোথারান।

৯৪ মিনিটে বাংলাদেশের হয়ে নবম ও শেষ গোল করেন শান্তি। এতে ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের মুখোমুখি হবে তারা। ১৯ জুলাই আবার শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয়বারের মত খেলবে বাংলাদেশ। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে সাগরিকা-স্বপ্নারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০