জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন এনগারাভা

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:৫৯

ঢাকা, ১১ জুলাই ২০২৫ (বাসস) : পেসার রির্চাড এনগারাভাকে ফিরিয়ে এনে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আগামী ১৪ জুলাই থেকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে জিম্বাবুয়ে।

পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন এনগারাভা। গত মে মাসে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি।

সদ্য শেষ হওয়া সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে মাথায় আঘাত পেয়ে কনকাশন হওয়া অলরাউন্ডার ব্রায়ান বেনেট ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন।

ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলে তিনজন নতুন মুখ রেখেছে জিম্বাবুয়ে। তারা হলেন- উইকেটরক্ষক-ব্যাটার তাফাদজওয়া সিগা, বাঁ-হাতি পেসার নিউম্যান নিয়ামহুরি ও লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

টি-টোয়েন্টি দলে প্রথমবারের মত ডাক পেলেও ইতোমধ্যে দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলেছেন সিগা-নিয়ামহুরি ও মাসেকেসা। সিগা-মাসেকেসা টেস্ট এবং নিয়ামহুরি টেস্ট ও ওয়ানডে খেলেছেন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টুর্নামেন্টের প্রথম দিনই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়াল বার্ল, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধভেরে, টিনোটেন্ডা মাপোসা, ওয়ালিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, টনি মুনিয়াঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি ও তাফাদজয়া সিগা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০