জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন এনগারাভা

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:৫৯

ঢাকা, ১১ জুলাই ২০২৫ (বাসস) : পেসার রির্চাড এনগারাভাকে ফিরিয়ে এনে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আগামী ১৪ জুলাই থেকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে জিম্বাবুয়ে।

পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন এনগারাভা। গত মে মাসে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি।

সদ্য শেষ হওয়া সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে মাথায় আঘাত পেয়ে কনকাশন হওয়া অলরাউন্ডার ব্রায়ান বেনেট ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন।

ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলে তিনজন নতুন মুখ রেখেছে জিম্বাবুয়ে। তারা হলেন- উইকেটরক্ষক-ব্যাটার তাফাদজওয়া সিগা, বাঁ-হাতি পেসার নিউম্যান নিয়ামহুরি ও লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

টি-টোয়েন্টি দলে প্রথমবারের মত ডাক পেলেও ইতোমধ্যে দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলেছেন সিগা-নিয়ামহুরি ও মাসেকেসা। সিগা-মাসেকেসা টেস্ট এবং নিয়ামহুরি টেস্ট ও ওয়ানডে খেলেছেন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টুর্নামেন্টের প্রথম দিনই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়াল বার্ল, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধভেরে, টিনোটেন্ডা মাপোসা, ওয়ালিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, টনি মুনিয়াঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি ও তাফাদজয়া সিগা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
ইউরোপজুড়ে ফিলিস্তিনি-পন্থী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত 
টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
চলনবিলের আকাশে অবমুক্ত বক ও ঘুঘু
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
১০