অবসর নিলেন আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে খেলা মুর

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৯:৪৫

ঢাকা, ১১ জুলাই ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে খেলা ব্যাটার পিটার মুর। এই দু’দেশের হয়ে টেস্ট খেলে রেকর্ড বইয়ে জায়গাও করে নিয়েছিলেন তিনি। দু’টি ভিন্ন দেশের হয়ে টেস্ট খেলা ১৭ জন ক্রিকেটারের একজন মুর। 

১৯৯১ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্ম গ্রহণ করেন মুর।  ২০১৪ সালে জিম্বাবুয়ের হয়ে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় তার। 

জিম্বাবুয়ের জার্সিতে ২০১৬ সালে টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক হয় মুরের। এরপর জিম্বাবুয়ের হয়ে ৮ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। ২০১৯ সালে অক্টোবরে জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ খেলেন মুর।  

দাদি আইরিশ হওয়ার সুবাদে আইরিশ পাসপোর্ট থাকায় আয়ারল্যান্ডের পাড়ি জমান মুর। আয়ারল্যান্ড জাতীয় দলে খেলার লক্ষ্যে বেশ কয়েক বছর ক্লাব ক্রিকেটে খেলেন তিনি। এরপর ২০২২ সালের অক্টোবরে আয়ারল্যান্ড জাতীয় দলে হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন মুর। 

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের মাটিতে টেস্ট দিয়ে আয়ারল্যান্ড দলে অভিষেক হয় মুরের। বাংলাদেশ সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষেও টেস্ট খেলেন তিনি। 

আয়ারল্যান্ডের হয়ে ৭টি টেস্ট খেললেও সীমিত ওভারের ক্রিকেটে খেলার সুযোগ পাননি ৩৪ বছর বয়সী মুর। 

সব মিলিয়ে ১৫ টেস্টে ৬ হাফ সেঞ্চুরিতে ২৫ দশমিক ৩১ গড়ে ৭৩৪ রান করেছেন মুর। ওয়ানডেতে ৮২৭ রান ও টি-টোয়েন্টিতে ৩৬৪ রান করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০