৪শ রানের রেকর্ড ভাঙ্গা উচিত ছিল- মুল্ডারকে লারা

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২০:০০

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। কিন্তু কিংবদন্তি লারার রেকর্ড অক্ষত রাখতে বিশ্ব নিজে বিশ্ব রেকর্ড গড়ার পথে হাঁটেননি মুল্ডার। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩৬৭ রানে অপরাজিত থাকা অবস্থায় প্রথম ইনিংস ঘোষণা করে দেন  ম্যাচে প্রোটিয়া দলের অধিনায়কের  দায়িত্ব পালন করা মুল্ডার।

কিন্তু টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড মুল্ডারের ভাঙ্গা উচিত বলে মনে করেন লারা। সম্প্রতি মুল্ডারের সাথে আলোচনায় সেই কথা জানান লারা।

সুপার স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে লারার সাথে কথোপকথনের বিষয়ে মুল্ডার বলেন, ‘আমি ব্রায়ান লারার সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেন, আমি আমার ইতিহাস তৈরি করছি, সে কারণেই  আমার রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল তোমার।’

লারা আরও বলেছেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। তাই আবার যদি এমন সুযোগ আসে, তাহলে যেন তার রানকে ছাড়িয়ে যাই।’

লারার কথায় খুশি হলেও, নিজের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন মুল্ডার। তিনি বলেন, ‘তার দিক থেকে দৃষ্টিভঙ্গি দারুণ। তবে আমি এখনও মনে করি, আমি সঠিক কাজ করেছি। খেলাটির প্রতি সম্মান দেখানোই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০