৪শ রানের রেকর্ড ভাঙ্গা উচিত ছিল- মুল্ডারকে লারা

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২০:০০

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস) : টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। কিন্তু কিংবদন্তি লারার রেকর্ড অক্ষত রাখতে বিশ্ব নিজে বিশ্ব রেকর্ড গড়ার পথে হাঁটেননি মুল্ডার। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩৬৭ রানে অপরাজিত থাকা অবস্থায় প্রথম ইনিংস ঘোষণা করে দেন  ম্যাচে প্রোটিয়া দলের অধিনায়কের  দায়িত্ব পালন করা মুল্ডার।

কিন্তু টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড মুল্ডারের ভাঙ্গা উচিত বলে মনে করেন লারা। সম্প্রতি মুল্ডারের সাথে আলোচনায় সেই কথা জানান লারা।

সুপার স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে লারার সাথে কথোপকথনের বিষয়ে মুল্ডার বলেন, ‘আমি ব্রায়ান লারার সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেন, আমি আমার ইতিহাস তৈরি করছি, সে কারণেই  আমার রেকর্ড ভাঙার চেষ্টা করা উচিত ছিল তোমার।’

লারা আরও বলেছেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। তাই আবার যদি এমন সুযোগ আসে, তাহলে যেন তার রানকে ছাড়িয়ে যাই।’

লারার কথায় খুশি হলেও, নিজের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন মুল্ডার। তিনি বলেন, ‘তার দিক থেকে দৃষ্টিভঙ্গি দারুণ। তবে আমি এখনও মনে করি, আমি সঠিক কাজ করেছি। খেলাটির প্রতি সম্মান দেখানোই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯/১১ মূল হোতার দোষ স্বীকারের চুক্তি বাতিল করেছে মার্কিন আদালত
৩৬ তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারী মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
রাশিয়া ৬২৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে : ইউক্রেন
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে অকৃতকার্য বেশি
‘তুরস্ক বিজয়ী হয়েছে’ : কুর্দি পিকেকে যোদ্ধাদের নিরস্ত্রীকরণের পর এরদোয়ান
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন না হ্যাজেলউড ও জনসন
দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো
জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান রক্ষাকবচ নির্বাচন ব্যবস্থার পরিবর্তন : পীর চরমোনাই
কিম জং উনের সঙ্গে লাভরভের সাক্ষাৎ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯১ জন
১০