জাপানের কাছে সেমিফাইনালে হারল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ২০:২০

ঢাকা, ১১ জুলাই ২০২৫ (বাসস) : অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের সেমিফাইনালে হেরে গেছ  বাংলাদেশ হকি দল। 

আজ চীনের দাঝুতে জাতীয় হকি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির প্রথম সেমিফাইনালে শক্তিশালী জাপানের কাছে ৬-৪ গোলে হারে বাংলাদেশ।

ম্যাচের প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় লাল-সবুজ জার্সিধারীরা। 

দ্বিতীয় মিনিটে দ্বীন ইসলাম এবং ১২ মিনিটে ইসমাইল হোসেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

১৮ এবং ২৮ মিনিটে দুই গোল পরিশোধ করে ম্যাচে সমতা ফেরায় জাপান। 

৩০ মিনিটে বাংলাদেশকে ৩-২ গোলের লিড এনে দেন অধিনায়ক মো. আবদুল্লাহ। ৪৬ মিনিটে তৃতীয় গোলে ম্যাচে ফিরে জাপান।

চতুর্থ কোয়ার্টারে ৪৭ মিনিটে অমিত হাসানের গোলে ৪-৩ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 

কিন্তু এবারও লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৫১, ৫৭ এবং ৬০ মিনিটে তিন গোল করে বাংলাদেশকে হারিয়ে মাঠ ছাড়ে জাপান। 

আগামী ১৩ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।

টুর্নামেন্টে এর আগে পুল এ’ গ্রুপে চারটি ম্যাচ খেলে তিন জয় এবং এক হারে নয় পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। 

গ্রুপে স্বাগতিক চীনকে ৫-২ গোলে, হংকংকে ৩-০ গোলে, শ্রীলংকাকে ১৩-০ গোলে হারায় বাংলাদেশ। পাকিস্তানের কাছে ৩-৬ গোলে হেরে যায় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
ইউরোপজুড়ে ফিলিস্তিনি-পন্থী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত 
টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
চলনবিলের আকাশে অবমুক্ত বক ও ঘুঘু
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
১০