টাঙ্গাইল ১২ জুলাই ২০২৫ (বাসস) : বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের আয়োজনে জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলের সখীপুরে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে সখীপুরের বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ওয়াসিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনসুর আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোরাদ হোসেন খান, জাতীয় দলের সাবেক দুই ফুটবলার মোঃ মামুন মিয়া ও রাসেল আল মাহমুদ।
খেলার শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের নয়টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।