রুটের সেঞ্চুরি ও বুমরাহর ৫ উইকেটের পর ভারতের লড়াই

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৬:৩৯

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের জো রুট। তার শতকে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৮৭ রান করে ইংলিশরা। ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন। 

জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৪৫ রান করেছে ভারত। ৭ উইকেট হাতে নিয়ে এখনও ২৪২ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। 

লর্ডসে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫১ রান করেছিল ইংল্যান্ড। ৯৯ রানে অপরাজিত ছিলেন রুট। দ্বিতীয় দিনের প্রথম বলেই বুমরাহর ডেলিভারিতে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি পূর্ণ করেন রুট। 

রুটের সেঞ্চুরির পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে বোল্ড করেন বুমরাহ। ৪ চারে ৪৪ রান করেন তিনি। রুটের সাথে পঞ্চম উইকেটে ৮৮ রান যোগ করেন স্টোকস। 

স্টোকসের পর রুটকেও বোল্ড আউটে বিদায় দেন বুমরাহ। ১০টি চারে ১৯৯ বলে ১০৪ রান করেন তিনি। 

২৭১ রানের মধ্যে রুট ও স্টোকস ফেরার পর ইংল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন জেমি স্মিথ ও ব্রাইডন কার্স। অষ্টম উইকেটে স্মিথ ও কার্সের ৮৪ রানের জুটিতে ৩৮৭ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। স্মিথ ৫১ ও কার্স ৫৬ রান করেন। 

বল হাতে ৭৪ রানে ৫ উইকেট নেন বুমরাহ। ৪৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১৫তমবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। 

জবাবে ১৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। ১৩ রান করে ফিরেন ওপেনার যশ্বসী জয়সওয়াল। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সাথে ৬১ রানের জুটি গড়ে থামেন করুন নায়ার। স্টোকসের বলে রুটকে ক্যাচ দেন ৪০ রান করা নায়ার। এই ক্যাচে টেস্টে বিশ্ব রেকর্ড গড়েন রুট। টেস্টে সর্বোচ্চ ২১১ ক্যাচের মালিক এখন রুট। এতে ভেঙ্গে গেছে ভারতের রাহুল দ্রাবিড়ের ২১০ ক্যাচের রেকর্ড।

আগের দুই টেস্টে ৩টি সেঞ্চুরি করা অধিনায়ক শুভমান গিল এবার ১৬ রানে ফিরেন। 

দলীয় ১০৭ রানে গিল ফেরার পর ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন রাহুল ও ঋসভ পান্ত। রাহুল ৫৩ ও পান্ত ৩০ রানে অপরাজিত আছেন। 

ওকস-আর্চার ও স্টোকস ১টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল 
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে : তারেক রহমান
আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
এক মৌসুম পর ফিওরেন্টিনায় ফিরলেন কোচ পিওলি
২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে মালাগার নাম প্রত্যাহার
খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়
১০