ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন না হ্যাজেলউড ও জনসন

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:৪৭ আপডেট: : ১২ জুলাই ২০২৫, ১৯:৩৫

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্বে ঘোষিত দল থেকে দু’টি পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউডকে। পিঠের ইনজুরি থেকে সুস্থ হতে না পারায় সিরিজ থেকে ছিটকে গেছেন আরেক পেসার স্পেন্সার জনসন। 

হ্যাজেলউড ও জনসনে জায়গায় দলে সুযোগ পেয়েছেন বিধ্বংসী ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও পেসার জাভিয়ার বার্টলেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য গত মাসের শুরুতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল সিএ। 
বাজে পারফরমেন্সের কারণে সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ম্যাকগার্ক। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও দলে জায়গা পাকা করার সুযোগ পাচ্ছেন তিনি। 

এই সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মিচেল মার্শ। পিঠের ইনজুরির কারণে গেল বছরের ডিসেম্বরের পর আর কোন ম্যাচ খেলেননি তিনি। আসন্ন সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন মার্শই। 
কিংস্টনে আগামী ২১ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের চার ম্যাচ হবে যথাক্রমে- ২৩, ২৬, ২৭ ও ২৯ জুলাই। 

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জাভিয়ার বার্টলেট, জশ ইংলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, এডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল 
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে : তারেক রহমান
আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
এক মৌসুম পর ফিওরেন্টিনায় ফিরলেন কোচ পিওলি
২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে মালাগার নাম প্রত্যাহার
খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়
১০