আকরামের রেকর্ড স্পর্শ করলেন বুমরাহ

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:৩১

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৭ ওভার বল করে ৭৪ রানে ৫ উইকেট নেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। ৪৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১৫তমবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এরমধ্যে বিদেশের মাটিতেই ১৩বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন বুমরাহ। 

এছাড়া এশিয়ার বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ডে নাম লিখিয়েছেন বুমরাহ। এর ফলে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ৩২ ম্যাচ খেলে ১১বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আকরাম। ঐ চার দেশে ক্যারিয়ারের ৩৩ ম্যাচ খেলে ১১বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করে আকরামের রেকর্ডে ভাগ বসিয়েছেন বুমরাহ। 

একইসাথে স্বদেশি কপিল দেবের রেকর্ড ভেঙ্গেছেন বুমরাহ। বিদেশের মাটিতে ভারতের হয়ে টেস্টের ইনিংসে সবচেয়ে বেশিবার পাঁচ বা ততোধিক উইকেট শিকারে কপিলকে টপকে গেছেন বুমরাহ।

বিদেশের মাটিতে ৬৬ ম্যাচে ১২ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন কপিল। সেখানে ৩৪ ম্যাচে ১৩বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন বুমরাহ। 

৬৯ ম্যাচে ১০ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন লেগ স্পিনার অনিল কুম্বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০