আকরামের রেকর্ড স্পর্শ করলেন বুমরাহ

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৯:৩১

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৭ ওভার বল করে ৭৪ রানে ৫ উইকেট নেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। ৪৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১৫তমবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এরমধ্যে বিদেশের মাটিতেই ১৩বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন বুমরাহ। 

এছাড়া এশিয়ার বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ডে নাম লিখিয়েছেন বুমরাহ। এর ফলে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ৩২ ম্যাচ খেলে ১১বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আকরাম। ঐ চার দেশে ক্যারিয়ারের ৩৩ ম্যাচ খেলে ১১বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করে আকরামের রেকর্ডে ভাগ বসিয়েছেন বুমরাহ। 

একইসাথে স্বদেশি কপিল দেবের রেকর্ড ভেঙ্গেছেন বুমরাহ। বিদেশের মাটিতে ভারতের হয়ে টেস্টের ইনিংসে সবচেয়ে বেশিবার পাঁচ বা ততোধিক উইকেট শিকারে কপিলকে টপকে গেছেন বুমরাহ।

বিদেশের মাটিতে ৬৬ ম্যাচে ১২ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন কপিল। সেখানে ৩৪ ম্যাচে ১৩বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন বুমরাহ। 

৬৯ ম্যাচে ১০ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন লেগ স্পিনার অনিল কুম্বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
ইউরোপজুড়ে ফিলিস্তিনি-পন্থী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত 
টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
চলনবিলের আকাশে অবমুক্ত বক ও ঘুঘু
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
১০