এক মৌসুম পর ফিওরেন্টিনায় ফিরলেন কোচ পিওলি

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:২৮

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : সৌদি পেশাদার ক্লাব আল নাসরে এক মৌসুম কাটানোর পর ফিওরেন্টিনায় ফিরে এসেছেন ইতালিয়ান কোচ স্টিফানো পিওলি। এই ক্লাবে তিনি এর আগে কোচিং করিয়েছেন ও এই ক্লাবেরই সাবেক খেলোয়াড় ছিলেন। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

৫৯ বছর বয়সী পিওলি সতীর্থ রাফায়েল পালাডিনোর স্থলাভিষিক্ত হলেন। জুনে সবাইকে হতবাক করে পালাডিনো পদত্যাগ করেছিলেন। অথচ এর মাত্র কয়েক সপ্তাহ আগে ২০২৭ সাল পর্যন্ত তিনি ফিওরেন্টিনার সাথে চুক্তি নবায়ন করেছিলেন। 

ক্লাবের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘ফিওরেন্টিনা তার প্রথম দলের নতুন কোচ হিসেবে স্টিফানো পিওলির নাম ঘোষনা করছে। ১৯৮৯-৯৫ সার পর্যন্ত খেলোয়াড় হিসেবে পিওলি এই ক্লাবের বেগুনি জার্সি পড়েছেন। এছাড়া ২০১৭-১৯ সাল পর্যন্ত ফ্লোরেন্সের দলটির কোচিং করিয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত পিওলি ফিওরেন্টিনাতে থাকবেন। 

গত মৌসুমে সিরি-এ লিগে ফিওরেন্টিনা টেবিলের ষষ্ঠ স্থানে ছিল। এই দলটি আগামী মৌসুমে কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জণ করেছে। 

পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসরে মাত্র এক মৌসুম কাটানোর পর পিওলি আবারো ইতালিতে ফিরে এলেন। তার অধীনে আল নাসর সৌদি লিগে তৃতীয় স্থান অর্জন করে। 

কোচিং ক্যারিয়ারে পিওলি বোলোনিয়া, ইন্টার মিলান, ফিওরেন্টিনা ছাড়াও পাঁচ বছর এসি মিলানের দায়িত্ব পালন করেছেন। ২০২১-২২ সিরি-এ লিগে পিওলির অধীনে মিলান শিরোপা জয় করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০