এক মৌসুম পর ফিওরেন্টিনায় ফিরলেন কোচ পিওলি

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২১:২৮

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : সৌদি পেশাদার ক্লাব আল নাসরে এক মৌসুম কাটানোর পর ফিওরেন্টিনায় ফিরে এসেছেন ইতালিয়ান কোচ স্টিফানো পিওলি। এই ক্লাবে তিনি এর আগে কোচিং করিয়েছেন ও এই ক্লাবেরই সাবেক খেলোয়াড় ছিলেন। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

৫৯ বছর বয়সী পিওলি সতীর্থ রাফায়েল পালাডিনোর স্থলাভিষিক্ত হলেন। জুনে সবাইকে হতবাক করে পালাডিনো পদত্যাগ করেছিলেন। অথচ এর মাত্র কয়েক সপ্তাহ আগে ২০২৭ সাল পর্যন্ত তিনি ফিওরেন্টিনার সাথে চুক্তি নবায়ন করেছিলেন। 

ক্লাবের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘ফিওরেন্টিনা তার প্রথম দলের নতুন কোচ হিসেবে স্টিফানো পিওলির নাম ঘোষনা করছে। ১৯৮৯-৯৫ সার পর্যন্ত খেলোয়াড় হিসেবে পিওলি এই ক্লাবের বেগুনি জার্সি পড়েছেন। এছাড়া ২০১৭-১৯ সাল পর্যন্ত ফ্লোরেন্সের দলটির কোচিং করিয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত পিওলি ফিওরেন্টিনাতে থাকবেন। 

গত মৌসুমে সিরি-এ লিগে ফিওরেন্টিনা টেবিলের ষষ্ঠ স্থানে ছিল। এই দলটি আগামী মৌসুমে কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জণ করেছে। 

পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসরে মাত্র এক মৌসুম কাটানোর পর পিওলি আবারো ইতালিতে ফিরে এলেন। তার অধীনে আল নাসর সৌদি লিগে তৃতীয় স্থান অর্জন করে। 

কোচিং ক্যারিয়ারে পিওলি বোলোনিয়া, ইন্টার মিলান, ফিওরেন্টিনা ছাড়াও পাঁচ বছর এসি মিলানের দায়িত্ব পালন করেছেন। ২০২১-২২ সিরি-এ লিগে পিওলির অধীনে মিলান শিরোপা জয় করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০