রাহুলের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সাথে সমানতালে লড়ছে ভারত

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:৪২

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : ব্যাটার লোকেশ রাহুলের সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের সাথে সমানতালে লড়ছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে সব উইকেট হারিয়ে ভারতও ৩৮৭ রান করেছে। 

ফলে প্রথম ইনিংসে দু’দলের রান সমান। নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ১ ওভার খেলে বিনা উইকেটে ২ রান তুলেছে ইংল্যান্ড। এতে ১০ উইকেট হাতে নিয়ে ইংলিশদের লিড ২ রানের।
লর্ডসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৪৫ রান করেছিল ভারত। রাহুল  ৫৩ ও ঋসভ পান্ত ১৯ রানে অপরাজিত ছিলেন। 

তৃতীয় দিন টেস্ট ক্যারিয়ারের ১৭তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে আউট হন পান্ত। ৮ চার ও ২ ছক্কায় ১১২ বলে ৭৪ রান করেন তিনি। চতুর্থ উইকেটে রাহুলের সাথে ১৪১ রান যোগ করেন পান্ত। 

পান্ত ফেরার পর দশম সেঞ্চুরির দেখা পান রাহুল। এরমধ্যে ৯টিই বিদেশের মাটিতে। যার ৪টিই ইংল্যান্ডের মাটিতে। লর্ডসে দ্বিতীয় সেঞ্চুরি করে বিল ব্রাউন, গর্ডন গ্রিনিজ ও গ্রায়েম স্মিথের পাশে নাম লিখিয়েছেন রাহুল। সফরকারী ওপেনার হিসেবে লর্ডসে সর্বোচ্চ ২টি সেঞ্চুরির মালিক তারা।

সেঞ্চুরি তুলেই বিদায় নেন রাহুল। ১৩টি বাউন্ডারিতে ১৭৭ বলে ১০০ রান করেন তিনি। 

এরপর ভারতের রানের চাকা সচল রাখেন রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। জাদেজা ৭২ ও রেড্ডির ৩০ রানের কল্যাণে ৬ উইকেটে ৩৭৬ রানে পৌঁছে ইংল্যান্ডের রান টপকে যাবার সুযোগ তৈরি হয় ভারতের। 

কিন্তু ১১ রানে ৪ এবং ২ রানে ৩ উইকেট হারিয়ে লিড নিতে পারেনি ভারত। ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ২,৫৯৪ ম্যাচে এই নিয়ে নবমবার কোন ম্যাচের প্রথম ইনিংসের রান সমান হল। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্টে প্রথমবার প্রথম ইনিংসের রান সমান হয়েছিল। দু’দলই ১৯৯ রান করে করেছিল। 

সর্বশেষ ২০১৫ সালে লিডসে সমান ৩৫০ রান করে করেছিল ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

এই ইনিংসে ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ৩টি, জোফরা আর্চার-বেন স্টোকস ২টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
ইউরোপজুড়ে ফিলিস্তিনি-পন্থী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত 
টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
চলনবিলের আকাশে অবমুক্ত বক ও ঘুঘু
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
১০