ব্যাটিং ধসে প্রথম দিনই ২২৫ রানে অলআউট অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৬:৪৫

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : ৬৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ২২৫ রানে অলআউট হয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। জবাবে ১ উইকেটে ১৬ রান তুলে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেট হাতে নিয়ে ২০৯ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। 

জ্যামাইকায় আজ শুরু হওয়া দিবা-রাত্রির টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৬৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজা ২৩ ও স্যাম কন্সটাস ১৭ রানে ফিরেন। 

তৃতীয় উইকেটে ৬১ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে ভাল অবস্থায় নেন ক্যামেরুন গ্রিন ও স্টিভেন স্মিথ। ৫টি চারে ৪৬ রানে আউট হন গ্রিন। 

দলীয় ১৫৭ রানে স্মিথের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২২৫ রানে গুটিয়ে যায় অসিরা। 

স্মিথের ৪৮ রানের পর ট্রাভিস হেড ২০, অ্যালেক্স ক্যারি ২১ ও অধিনায়ক প্যাট কামিন্স ২৪ রান করেন। 
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ৪টি, জেইডেন সিলেস ও জাস্টিন গ্রেভস ৩টি করে উইকেট নেন। 

জবাবে পঞ্চম ওভারে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কেভন এন্ডারসনকে ৩ রানে আউট করেন শততম টেস্ট খেলতে নামা অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। দিন শেষে ব্র্যান্ডন কিং ৮ ও অধিনায়ক রোস্টন চেজ ৩ রানে অপরাজিত আছেন। 

গোলাপি বলের টেস্টের উইকেট পেসবান্ধব হওয়ায় অস্ট্রেলিয়ার একাদশে সুযোগ পাননি অভিজ্ঞ স্পিনার ন্যাথান লিঁও। ২০১৩ সালের পর এবারই প্রথম অসি একাদশে থেকে ছিটকে গেলেন লিঁও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ 
দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
ইউরোপজুড়ে ফিলিস্তিনি-পন্থী সমাবেশ-মিছিল অনুষ্ঠিত 
টাইফয়েড প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
চলনবিলের আকাশে অবমুক্ত বক ও ঘুঘু
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ৫৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
১০