ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় “১৪ তম সাউথ এশিয়ান গেমস-২০২৬” উপলক্ষে প্রস্তুতিমূলক আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের প্রথম পর্বের বাছাই কার্যক্রম শনিবার শেষ হয়েছে।
গত ৮ জুলাই থেকে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পাঁচদিন ব্যাপী এই বাছাই কার্যক্রম শুরু হয়।
প্রথম ধাপের বাছাই পর্বে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও সার্ভিসেস দল থেকে মোট ৪৬ জন হ্যান্ডবল খেলোয়াড় অংশগ্রহণ করেন। ৫ দিনের এই বাছাই পর্বে প্রথম ৩ দিন বিভিন্ন ধরনের শারীরিক ও কৌশলগত পরীক্ষা নেওয়া হয় এবং পরের ২ দিন তাদের দলগত দক্ষতা যাচাই করার জন্য প্রস্তুতিমূলক ম্যাচের আয়োজন করা হয়।
বাছাই পর্বে খেলোয়াড়দের শারীরিক, কৌশলগত দিক এবং খেলার দক্ষতা বিবেচনা করে তাদের নম্বর দেওয়া হয়েছে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাইপর্বে অংশগ্রহণ করা মোট ৪৬ জন খেলোয়াড়ের মধ্যে ৩০ জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে ২য় পর্বের জন্য বাছাই করা হয়।
জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষক কামরুল ইসলাম কিরন, সহকারী প্রশিক্ষক মো: দিদার হোসেন, গোলরক্ষক প্রশিক্ষক তৌহিদুর রহমান সোহেল এবং ক্যাম্প কমান্ডার মীর খায়রুজ্জামান প্রশিক্ষণ ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
২য় পর্বের জন্য নির্বাচিত খেলোয়াড়রা হলেন :
গোল রক্ষক (৬ জন) : মোঃ তারিকুল ইসলাম, আবির হোসেন, আনিক হাসান, মোঃ মাহাবুবুর রহমান, মোহাম্মদ ফাইস, আশিকুর রহমান ফাহিম
রাইট ব্যাক (৪ জন) : মোঃ আব্দুল্লাহ আল, হাশিবুল ইসলাম, মোঃ আব্দুর রউফ, সিং মংনো মারমা
সেন্টার ব্যাক (৪ জন) : মেহাদী হাসান, উচু থোয়াই মারমা, মোঃ সোহাগ হোসেন, ওবাচিং মারমা
লেফট ব্যাক (৪ জন) : রবিউল আউয়াল, মোঃ তাজু হাসান, মোঃ জিবন অন্তর জানিন, আজাদ হোসেন
রাইট উইং (৪ জন) : মোঃ ফয়সাল, মোঃ পারভেজ মোশাররফ, আলী আহামেদ, মোঃ রাতুল উদ্দিন
পিভট প্লেয়ার (৪ জন) : রাকিবুল হাসান, সোহেল রানা, মোঃ আরিফুল ইসলাম মারুফ, মোঃ রুবেল হোসেন
লেফট উইং (৪ জন) : , বিপুল ঘোষ, মোঃ তুহিন ইসলাম, আনিক পরিয়াল, মোঃ আরাফাত আলী