ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় কাল থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২৫’।
ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের ছয় বিভাগের ৬৩ জেলা, ১০টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ডের ৪৫৭ জন শাটলার পদকের জন্য লড়বেন। যাদের মধ্যে ৩৭৭ জন পুরুষ ও ৮০ জন মেয়ে শাটলার রয়েছেন।
বিকেল সাড়ে পাঁচটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মূলত সিনিয়রদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন, তাই ১৬ বছরের নীচের কোন শাটলার খেলতে পারবেন না। ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির সুমন জানান, ‘১৬ বছরের নীচে কোন শাটলার এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। এমন নিয়ম থাকলেও আগে তা মানা হতো না। এবার আমরা যাচাই বাছাই করেই ১৬ বছরের উর্ধ্বে যাদের বয়স সে সমস্ত শাটলারদের সুযোগ দিচ্ছি।’
প্রতিযোগিতায় ১০ লক্ষ টাকার প্রাইজমানি দেয়া হবে।